এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিজেপিকে আটকাতে ‘বাংলার বাঁশ ঝাড়ের বাঁশ’ তৈরী রাখার নিদান মদন মিত্রের

বিজেপিকে আটকাতে ‘বাংলার বাঁশ ঝাড়ের বাঁশ’ তৈরী রাখার নিদান মদন মিত্রের

‘বাংলার বাঁশ ঝাড়ের বাঁশ তৈরি রাখুন’ এরকমই উক্তি ছিল রাজ্যের প্রাক্তণ মন্ত্রী তথা কামারহাটির প্রাক্তণ বিধায়ক মদন মিত্রের।কেন তার এই উক্তি আসুন দেখে নেওয়া যাক।আসলে পূর্ব বর্ধমান জেলার মনোনয়নপত্র দাখিলে প্রথম স্থানে তৃণমূল এবং দ্বিতীয় স্থানে বিজেপি তাতেই চিন্তায় রাতে ঘুম হচ্ছে না ঘাসশিবিরের বলে মনে করছে রাজনৈতিক মহল। তারা একছত্র আধিপত্য চাইছে, বিজেপিকে রুখতে চলছে নানান পরিকল্পনা এরকমও দাবী করছে বিজেপি। তৃণমূলের তরফ থেকে দাবী করা হচ্ছে যে বিজেপি নাকি পাশের রাজ্য থেকে লোক এনে অশান্তি সৃষ্টি করতে চাইছে তাই রবিবার ঝাড়খন্ড থেকে আসা বহিরাগতদের ঠেকাতে বাঁশ হাতে মোকাবিলার পরামর্শ দিয়েছে মদনবাবু।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিকে, জেলা নির্বাচন দফতর থেকে পাওয়া তথ্য অনুসারে, শনিবার পর্যন্ত গোটা পূর্ব বর্ধমান জেলায় জেলা পরিষদ আসনে তৃণমূল কংগ্রেস মনোনয়নপত্র দাখিল করেছে ৬৪টি। মোট আসন ৫৮টি। বিজেপি দাখিল করেছে ৩০টিতে। সিপিএম ১৫টিতে, কংগ্রেস ৭টিতে, ফরওয়ার্ড ব্লক ৪টিতে, বহুজন সমাজবাদী পার্টি ১টিতে, অন্যান্যরা ৪টিতে এবং ২টি নির্দল হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছে।
প্রসঙ্গত ,পঞ্চায়েত সমিতির আসনেও যেখানে মোট আসন ৬১৮টি, সেখানে তৃণমূল কংগ্রেস দাখিল করেছে শনিবার পর্যন্ত ৬১৬টিতে, বিজেপি ১৯৫টিতে, সিপিএম ১৯২টিতে, কংগ্রেস ২২টিতে, ফরওয়ার্ড ব্লক ২টিতে, অন্যান্যরা ১টিতে এবং নির্দল ৬টি মনোনয়নপত্র দাখিল করেছে। গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ৩২৩৪টি। সেখানে শনিবার পর্যন্ত তৃণমূল কংগ্রেস দাখিল করেছে ৩৭৫২টি আসনে। বিজেপি ৯১৫টি, সিপিএম ৯৯৮টিতে, সিপিআই ৮টিতে, কংগ্রেস ১১০টিতে, আরএসপি ১টিতে, অন্যান্যরা ১০টিতে এবং নির্দল হিসাবে ১৪১টিতে মনোনয়নপত্র জমা পড়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!