এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এত ঔদ্ধত্য ! দুর্দিনের শুভাপ্রসন্নকে নিয়ে একি বললেন সায়নী !

এত ঔদ্ধত্য ! দুর্দিনের শুভাপ্রসন্নকে নিয়ে একি বললেন সায়নী !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিগত বাম আমলে সমস্ত বুদ্ধিজীবীদের একত্রিত করে “পরিবর্তন চাই” স্লোগান দিয়ে রাস্তায় নেমেছিলেন শুভাপ্রসন্ন মুখোপাধ্যায়। তবে সম্প্রতি কেরালা স্টোরি যখন নিষিদ্ধ করার কথা জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই সেই বিষয়টিকে সমর্থন না করার ব্যাপারে প্রতিক্রিয়া দিয়েছেন সেই বিশিষ্ট চিত্রশিল্পী। আর তারপরেই তিনি তৃণমূলের কাছে খারাপ হয়ে গিয়েছেন। ইতিমধ্যেই তৃণমূলের একাধিক নেতা নেত্রীরা শুভাপ্রসন্ন মুখোপাধ্যায়কে কটাক্ষ করতে শুরু করেছেন। তবে কিছুদিন আগেই তৃণমূলে যোগদান করে যুব তৃণমূলের সভানেত্রী ঘোষের মন্তব্য নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

 

ইতিমধ্যেই সায়নী দেবী নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে, কারও প্রত্যাশা পূরণ না হলে তিনি এই ধরনের কথা বলে থাকেন। শুভাপ্রসন্নবাবুর মন্তব্য সেই দিকেই ইঙ্গিত করছে। আর সদ্য সদ্য দলে এসে যুব তৃণমূলের সভানেত্রী হওয়া সায়নী ঘোষের এই মন্তব্যকে অনেকেই ঔদ্ধত্যের সঙ্গে তুলনা করছেন। সূত্রের খবর, এদিন শুভাপ্রসন্ন মুখোপাধ্যায়ের মন্তব্য নিয়ে সায়নী ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যুব তৃণমূলের সভানেত্রী বলেন, “আমি শুভাদাকে সম্মান করি। কিন্তু কখনও কখনও কারও কোনো প্রত্যাশা পূরণ হয় না। আর তখন তারা বিভিন্ন কথা বলে থাকেন। আমার মনে হয়, শুভাদার এই ধরনের মন্তব্য তারই প্রতিফলন।”আর সায়নী ঘোষের এই বক্তব্যের পরেই বিরোধী মহল থেকে তোলা হচ্ছে প্রশ্ন।

একাংশের দাবি, এই শুভাপ্রসন্ন মুখোপাধ্যায়ের মত ব্যক্তিরা ছিলেন জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে করেছেন। তখন তো সায়নী ঘোষের টিকিটিও দেখা যায়নি। তাহলে এখন যখন সরকারের কোনো একটি বিষয় নিয়ে সেই চিত্রশিল্পী বিরোধিতা করছেন, তখন তাকে এই ধরনের আক্রমণ করা কি সত্যিই যুক্তিযুক্ত! বয়সের দিক থেকে তো বটেই, রাজনৈতিক প্রাজ্ঞতা এবং অভিজ্ঞতার দিক থেকেও তো সায়নী ঘোষের থেকে অনেক বেশি অভিজ্ঞ চিত্রশিল্পী সুভাপ্রসন্ন মুখোপাধ্যায়!

তাহলে রাতারাতি যুব তৃণমূলের সভানেত্রী হয়ে সেই শুভাপ্রসন্ন বাবুর অতীতের প্রতিদান ভুলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন সায়নী ঘোষের মতো নেত্রীকে এই ধরনের মন্তব্য করার পরেও কোনোরূপ শাস্তি দিচ্ছেন না! তাহলে কি তিনি ভুলে যাচ্ছেন, তার অতীত আন্দোলনের কথা! ভুলে যাচ্ছেন শুভাপ্রসন্ন মুখোপাধ্যায়ের মত শিল্পীদের অবদানের কথা! সায়নী ঘোষের মন্তব্যের পর এই সমস্ত প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!