এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > উত্তরবঙ্গ সফরেই তৃণমূলের অন্দরে গোষ্ঠী কোন্দল, বাড়ছে জল্পনা !

উত্তরবঙ্গ সফরেই তৃণমূলের অন্দরে গোষ্ঠী কোন্দল, বাড়ছে জল্পনা !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলের নেতাকর্মী তথা সদস্যদের বারবার ঐক্যবদ্ধ ভাবে চলবার নির্দেশ দিয়েছেন। আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে নিরিখে সকলকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে লড়াইয়ের নির্দেশও দিয়েছেন তিনি। কিন্তু এরপরও রাজ্যের নানা স্থানে শাসকদলের অন্দরে অন্তর্দ্বন্দ্ব, গোষ্ঠী কোন্দলের ছবি উঠে আসছে বারেবারে। সম্প্রতি তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের রামপুর গ্রাম পঞ্চায়েত। বিক্ষোভকারী তৃণমূল কর্মীরা রামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পথ অবরোধ করল, পঞ্চায়েত অফিসে ঝুলিয়ে দিলো তালা।

প্রসঙ্গত, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের রামপুর গ্রাম পঞ্চায়েতের জনৈক তৃণমূল পঞ্চায়েত সদস্য মলয় সরকার এই পঞ্চায়েতের অপর একজন তৃণমূল সদস্য ও সেইসঙ্গে তৃণমূল কংগ্রেসের রামপুর অঞ্চল সভাপতি গৌতম সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন। প্রথমে তিনি গৌতম সরকারের বিরুদ্ধে বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এরপর গতকাল তাঁর পঞ্চায়েত সমিতির অফিসে আসার পথে তাঁর উপর তৃণমূল নেতা গৌতম সরকার ও তার অনুগামীরা প্রবল হেনস্থা চালায় বলে তাঁর অভিযোগ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাদের ব্যাপক মারধরে গুরুতর ভাবে জখম হয়ে পড়েন তিনি। এরপর এই ঘটনার বিরুদ্ধে তিনি রায়গঞ্জ থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এরপর আজ রামপুরগ্রাম পঞ্চায়েত অফিসে তিনি ও তার অনুগামীরা এলাকা অবরোধ করলেন। সেইসঙ্গে গ্রাম পঞ্চায়েত অফিস তালা বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করলেন। এর ফলে বিজেপি পরিচালিত রামপুর গ্রাম পঞ্চায়েতের সমস্ত কাজকর্ম স্তব্ধ হয়ে যায়। এরপর রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে, রামপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা গৌতম সরকার তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করলেন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, রামপুর গ্রামপঞ্চায়েতের তৃণমূলের ৬ জন সদস্যর মধ্যে মলয় সরকার বাদে সকলেই তাঁর পক্ষে আছেন। মলয় সরকারের বিরুদ্ধে তাঁর অভিযোগ, “মলয় সরকার তৃণমূল কংগ্রেসের দলীয় কোনও শৃঙ্খলা মানেন না। এখানে তৃণমূলের কোনও গোষ্ঠী কোন্দল নেই । মলয়বাবু একাই পঞ্চায়েতের কাজে বিঘ্ন ঘটাচ্ছেন। আমরা সম্পূর্ণ ঘটনা দলের জেলা শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি ।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!