এখন পড়ছেন
হোম > রাজ্য > ছোট আঙারিয়া দিবসের সভায় শুভেন্দুর উপস্থিতি ঘিরে জল্পনা

ছোট আঙারিয়া দিবসের সভায় শুভেন্দুর উপস্থিতি ঘিরে জল্পনা

বাবার দলীয় রং বদলের পর বিগত কয়েক বছর ধরে পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের নানান কাজে তেমন করে দেখা মেলেনি রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে।তিনি যে জেলার সফরে যেতেন না তা নয়।কেবলমাত্র তার দেখা পাওয়া যেত না জেলার বড়ো বড়ো সভায়।কিন্তু বৃহস্পতিবার এক নতুন ছবি দেখা গেল।ছোট আঙারিয়ায় তৃণমূলের শহিদ দিবস উপলক্ষে প্রধা বক্তা হিসাবে দেখা গেল শুভেন্দু অধিকারীকে।গত ৪ জানুয়ারী প্রথম ছোট আঙারিয়া দিবসে শুভেন্দু অধিকারীর উপস্থিতি খুবই তাৎপর্য বলে বিশ্বাস করছেন রাজনৈতিক মহলের একাংশ।একসময় তৃণমূলের দ্বিতীয় স্থানাধিকারী মুকুল রায় এবং তৃণমূলের ঘনিষ্ঠা ভারতী ঘোষের জামান শেষ হয়েছে।তাই কি পশ্চিম মেদিনীপুরের একনিষ্ঠ শাসক হিসাবে তৃণমূলের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী দায়িত্ব নিলেন এমন প্রশ্ন তুলেছেন অনেকের।এদিন বেশ মেজাজে দেখা গেল শুভেন্দুকে।২০০১ সালের ৪ জানুয়ারিতে তৃণমূলের কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া,হত্যা,ডাকাতির স্মৃতি চারণ করে সিপিএমের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বললেন, “প্রায় দু’মাস আগে নান্টিদা এখানে আসতে হবে বলেছিলেন। এককথায় সম্মতি দিই।”এর পর থেকে পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক মঞ্চে শুভেন্দুর গুরুত্ব বাড়বে বলে ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!