এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কোন পথে শাসক দলের ভবিষ্যৎ? বিধায়কদের নিয়ে বৈঠকে খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কোন পথে শাসক দলের ভবিষ্যৎ? বিধায়কদের নিয়ে বৈঠকে খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

লোকসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 এ বাংলায় ক্ষমতা দখলের টার্গেট নিয়ে এগিয়ে চলেছেন। কোনভাবেই যাতে বিজেপির স্বপ্ন পূরণ না হয়, তার জন্য নানা জনসংযোগ মূলক কর্মসূচি নিতে শুরু করেছে তৃনমূল কংগ্রেস। লোকসভায় 18 টি আসন পাওয়া বিজেপি যাতে বিধানসভায় তাদের ওপর চাপ বাড়াতে না পারে, তার জন্য “দিদিকে বলোর” মতো কর্মসূচি করে, তৃণমূল বিধায়কদের ময়দানে নামিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

আর নেত্রীর নির্দেশ পাওয়া মাত্রই বহুদিন আগে থেকেই এই কর্মসূচিতে ময়দানে নেমে পড়েছেন তৃণমূল বিধায়করা। জানা গেছে, বিধায়কদের “দিদিকে বলো” কর্মসূচির ব্যাপারে নির্দেশ দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের 100 দিনে 10 হাজার গ্রাম ঘোরার টার্গেট বেঁধে দিয়েছিলেন। ইতিমধ্যেই তার 90 দিন পেরিয়ে গেছে। হাতে আর মাত্র কিছু দিন আছে। তাই সেই সময় পেরোনোর আগে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় বিধায়কদের কাজের ব্যাপারে সমস্ত তথ্য নিয়ে নিতে চাইছেন বলে মত রাজনৈতিক মহলের।

আর সেই উপলক্ষে এবার ফের দলের সমস্ত বিধায়কদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী 7 নভেম্বর দলীয় বিধায়কদের নিয়ে এই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই একদিকে জনসংযোগমুলক কর্মসূচি নিয়ে যেমন আলোচনা হবে, ঠিক তেমনই মানুষের পাশে থেকে জনবিরোধী ইস্যুতে কিভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে, সেই ব্যাপারেও দলীয় বিধায়কদের রুটম্যাপ বেধে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে মনে করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে আগামী বছরই গোটা রাজ্য জুড়ে পৌরসভার নির্বাচন রয়েছে। সম্প্রতি লোকসভা ভিত্তিক ফলাফলে দেখা গেছে, রাজ্যের সিংহভাগ পৌরসভায় তৃণমূল অনেকটাই পিছিয়ে রয়েছে‌। তাই সেই সমস্ত পৌরসভায় এতদিন যারা কাউন্সিলার ছিলেন, তাদেরকে ভালোভাবে ‘গাইড’ করার নির্দেশ বিধায়কদেরই দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, ভিনরাজ্যে বাঙালি ‘খুনের’ প্রতিবাদে কিভাবে রাজ্যজুড়ে কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়া হবে সেই বিষয়েও নির্দেশ থাকতে চলেছে বলে জানা গেছে।

বিশেষ করে এইসব কর্মসূচীর মধ্যে দিয়ে বাংলা ও বাঙালির স্বপক্ষে থেকে ফের আরও একবার লড়াই করার বার্তা দিতে পারে তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে 2021 এর বিধানসভা নির্বাচনের আগে দলের সমস্ত বিধায়কদের ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন দলীয় অনুশাসন, ঠিক তেমনই জনসংযোগের মধ্যে দিয়ে দলকে পরিচালনা করার নির্দেশ দেবেন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। ইতিমধ্যেই রাজ্যের শাসকদলের এই বৈঠক ঘিরে রীতিমত সাজো সাজো রব পরে গেছে দলের অন্দরে।

এদিন এই প্রসঙ্গে এক প্রবীণ তৃণমূল নেতা বলেন, “2021 এর বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে সকলকে নামতে হচ্ছে। এছাড়াও আগামী বছর কলকাতা সহ বেশ কয়েকটি পুরসভার নির্বাচন। এই ব্যাপারে বিধায়কদের কি করনীয়, তার নির্দেশ দেওয়া হতে পারে। যেভাবে নেত্রী বিজেপির প্ররোচনায় পা না দেওয়ার কথা বলেছিলেন, সেভাবেই কাজ করা হচ্ছে। সোশ্যাল মিডিয়া থেকে ময়দান, সর্বত্র বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ হচ্ছে।” সব মিলিয়ে এখন দলীয় বিধায়কদের নিয়ে আগামী 7 নভেম্বর তৃণমূল ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক থেকে কি উঠে আসে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!