এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে পৌরভোট? একি বললেন সুকান্ত! জেনে নিন!

কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে পৌরভোট? একি বললেন সুকান্ত! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট– রাজ্যের চার পৌরনিগমের নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে করা হোক, এই দাবি আগে থেকেই করেছিল ভারতীয় জনতা পার্টি। কিন্তু রাজ্য পুলিশ দিয়ে সেই নির্বাচন করার কথা বলেছেন নির্বাচন কমিশন‌। আর এই পরিস্থিতিতে আগামী 27 ফেব্রুয়ারি রাজ্যের 108 টি মেয়াদ উত্তীর্ণ পৌরসভার নির্বাচন রয়েছে। বিজেপির আশঙ্কা, কোনোভাবেই এই নির্বাচন রাজ্য পুলিশ দিয়ে সম্ভব নয়‌।

তাই কেন্দ্রীয় বাহিনী দিয়েই নির্বাচন করার দাবি তুলছে ভারতীয় জনতা পার্টি। আর এই পরিস্থিতিতে বিজেপি এবার কি কেন্দ্রীয় বাহিনীর দাবি নিয়ে আইনের পথে হাঁটবে, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তবে এবার গোটা বিষয়ে দলের অবস্থান ব্যাখ্যা করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে একটি সাংবাদিক বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর সেখানেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “ব্যাপারটি নিয়ে আমরা চিন্তাভাবনা করছি, যাতে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হয়। পশ্চিমবঙ্গের বর্তমান নির্বাচন কমিশন দলদাসে পরিণত হয়েছে। সেক্ষেত্রে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের সম্মতি পাওয়া যাবে না। আইনজীবীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, সুকান্তবাবুর বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট যে, বিজেপি কেন্দ্রীয় বাহিনীর পক্ষে লড়াই করবে। কিন্তু শেষ পর্যন্ত তারা আইনের পথে হাঁটবে কিনা, সেই ব্যাপারে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি গেরুয়া শিবির। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!