এখন পড়ছেন
হোম > জাতীয় > কর্মসংস্থান নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী ! এই ইস্যুতে কেন্দ্রের সঙ্গে তুলনা রাজ্যের !

কর্মসংস্থান নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী ! এই ইস্যুতে কেন্দ্রের সঙ্গে তুলনা রাজ্যের !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  আজ বুধবার উত্তরপাড়ার হিন্দমোটরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে একগুচ্ছ শিল্প প্রকল্পের উদ্বোধন করেন তিনি। আজ উদ্বোধন অনুষ্টানে থেকে মমতা ঘোষণা করেন বাংলায় মেট্রো কোচের ফ্যাক্টরি হবে সেই সাথে তিনি জানান বাম আমলে হিন্দুস্তান মোটরকে অনেক জমি দেওয়া হলেও তারা কর্মসংস্থান করতে পারেনি  তবে শিল্পের জন্য সদাসচেষ্ট রাজ্য সরকার । তিনি দাবি করেন বাংলায় সামাজিক প্রকল্পেও অনেক কাজ হয়েছে আর এই জন্যেই দেশের তুলনাতে রাজ্যের বেকারত্বের হার কম । 

এদিন এই প্রসঙ্গে কেন্দ্র সরকার কে নিশানা করে মুখ্যমন্ত্রী জানান ‘আমি গর্বের সঙ্গে বলতে পারি বাংলায় কর্মসংস্থান বেড়েছে ৪৫ শতাংশ এবং ১ বছরেই ১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনকে কেন্দ্র করে ১৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ হবে।” এর পাশাপাশি তিনি আর জানা  ”এখানে আমি একটা ইন্ডাস্ট্রি হাব করতে চাই। আপনি জমি নিয়ে ফেলে রাখবেন সেটা কী করে হবে? আমি বলবো এখানেই একটা আইটিআই তৈরি করো। সবাইকে যে পিএইচডি হতে হবে, তার তো কোনো মানে নেই। অষ্টম শ্রেণি পাশও কাজে লাগে।”

স্বভাবতই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এই বক্তব্যের মাধ্যমে দিয়ে রাজ্যের ও কেন্দ্রের কর্মসংস্থানের পরিসংখ্যান তুলে ধরে এ রাজ্যে  কেন্দ্রকে তুলনায় কর্মসংস্থানে এগিয়ে বোঝানোর মধ্যমে কেন্দ্রকে সুকৌশলে চাপের মুখে ফেলে দিলেন বলে মনে করছেন একাংশ । তবে সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে কোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!