এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “সোমবারের মধ্যে ইস্তফা” রানাঘাটের সভা থেকে বড়সড় নির্দেশ অভিষেকের!

“সোমবারের মধ্যে ইস্তফা” রানাঘাটের সভা থেকে বড়সড় নির্দেশ অভিষেকের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কিছুদিন আগেই পূর্ব মেদিনীপুরে দলীয় সভা করতে গিয়ে প্রধান এবং অঞ্চল সভাপতির কাজে অসন্তুষ্ট হয়ে তাদের ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রানাঘাটের সভা থেকেও আরও এক প্রধানকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিলেন তিনি। যেখানে রীতিমতো পঞ্চায়েতের নাম করে প্রধানকে সোমবারের মধ্যে ইস্তফা পত্র পাঠানোর নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তৃণমূলের অন্দরে।

সূত্রের খবর, এদিন রানাঘাটের সভায় উপস্থিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তাতলা 1 গ্রাম পঞ্চায়েতের প্রধানের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এদিন এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি কিছুদিন আগেই একটা অভিযোগ পেয়েছিলাম। তারপর খোঁজ খবর নিয়ে দেখি, অভিযোগ সত্যি। এখানে তাতলা 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান কান খুলে শুনে রাখুন, সোমবারের মধ্যে আপনি আমার কাছে ইস্তফা পাঠিয়ে দেবেন। মানুষের কাজ না করলে আপনার থাকার অধিকার নেই।”

একাংশ বলছেন, যেভাবে দুর্নীতির ঘটনায় তৃণমূল জড়িয়ে যাচ্ছে, তাতে পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করা নিয়ে তৈরি হচ্ছে আশঙ্কা। তাই এই পরিস্থিতিতে এখন একের পর এক সভার মধ্যে দিয়ে যে সমস্ত পঞ্চায়েতে প্রধানের কাজে অসন্তুষ্ট সাধারণ মানুষ, তাদের ইস্তফা দেওয়ার কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মানুষের মনে নিয়ে নতুন করে জায়গা করে নিতেই অভিষেকবাবুর এই উদ্যোগ বলেই দাবি একাংশের। তবে এতে আদৌ কাজের কাজ হবে কিনা, তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!