এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোট বড় বালাই, বড়সড় ত্যাগস্বীকার তৃণমূল নেতাদের, জোর জল্পনা – জেনে নিন বিস্তারিত

ভোট বড় বালাই, বড়সড় ত্যাগস্বীকার তৃণমূল নেতাদের, জোর জল্পনা – জেনে নিন বিস্তারিত

2019 এর লোকসভা ভোটের পর তৃণমূল সরকারের ভোট অনেকাংশেই কমে যায়। এবার সেই ভোট বাজারেই নিজেদেরকে তুলে ধরতে এক নতুন রাস্তা বার করলেন ডোমকলের কাউন্সিলর তৃণমূলের জাফিকুল ইসলাম। বর্তমানে ডোমজুড় জুড়ে চলছে ‘দিদিকে বল’ জনসংযোগ কর্মসূচি। আর এই কর্মসূচিকে সামনে রেখে ডোমকুল এর নতুন পুরপ্রধান তৃণমূলের জাফিকুল ইসলাম জনসংযোগ করতে এবার গাড়ি ছেড়ে সাইকেলে এলাকা চষে বেড়াচ্ছেন।

যদিও ডোমকলের মানুষের স্মৃতিতে প্রাক্তন পুরপ্রধান সৌমিক হোসেনের কার্যকলাপ এখনো স্পষ্ট। কালো স্করপিও চড়ে কনভয় নিয়ে সৌমিক ঘুরে বেড়াতেন এলাকা দাপিয়ে। এ ব্যাপারে নতুন পুরপ্রধান জাফিকুল ইসলামের বক্তব্য, “আমাদের প্রাক্তন পুরপ্রধান ডোমকল এলাকায় কালো গাড়ির কনভয়ে ধুলো উড়িয়েছেন। সেই ধুলো এতদিন গায়ে মেখেছেন জনতা। আমরা ঠিক তার উল্টো পথই বেছে নিয়েছি। এখন জনতার ওড়ানো ধুলো গায়ে মাখতেই গাড়ি ছেড়ে বাহন হিসাবে বেছে নিয়েছি সাইকেলকেই।”

একটা সময় সৌমিক হোসেন কে নিয়ে ডোমকলের মানুষজন রীতিমত টিপ্পনী কাটতেন। পরবর্তীকালে সৌমিক হোসেনের বিরুদ্ধে দলীয় কাউন্সিলরদের একাংশ অনাস্থা আনেন এবং তিনি প্রাক্তন হতে বাধ্য হন। এই ঘটনায় বিরোধী দলের দাবী, মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে উন্নয়নের নামে লুট করাই কাল হয়েছিল কাউন্সিলার সৌমিক হোসেন। মানুষ তাকে ভালভাবে নেয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই পরিপ্রেক্ষিতে ডোমকল পৌরসভার নতুন পুরপ্রধান জাফিকুলের বক্তব্য, “আমাদের প্রাক্তন পুরপ্রধানের নানা আচরণে ডোমকল ক্ষুব্ধ ও বিরক্ত। আমরা সেটা আর হতে দেব না। মানুষের পাশে থেকেই তাদের জন্য কাজ করব। এবং সেটাই শুরু করেছি।”এবং এরপরেই জাফিকুল ডোমকলের মন পেতে সাইকেল করে এলাকা ভ্রমণের অভিনব কৌশল অবলম্বন করেছেন। এ বিষয়ে তিনি বলেন, “এতে যেমন জনসংযোগ বাড়ছে, তেমনি পুর এলাকার রাস্তাঘাট, নিকাশি খুঁটিয়ে দেখার সুযোগ মিলছে। মানুষও আমাদের কাছে পেয়ে নিজেদের কথা বলছেন। হুস করে গাড়িতে চলে গেলে কি আর এসব হতো?”

যদিও বর্তমান তৃণমূল প্রধানের কাণ্ডকারখানা দেখে এলাকার সিপিএমের এরিয়া কমিটি সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেছেন, “দেখুন তৃণমূল নেতাদের আরও কত কি করতে হবে। এর পরে হয়তো ‘হাতে ধরো, পায়ে ধরো’ কর্মসূচিও নিতে হতে পারে। মানুষ সব মনে রেখেছে। সময় মত ঠিক জবাব দেবে।”

অন্যদিকে প্রাক্তন পুরপ্রধান সৌমিক হোসেন বলেছেন, “পুরপ্রধান আমারই দলের লোক তার বিরুদ্ধে আমি কোনও কথা বলবো না। আর তিনি আমার বিরুদ্ধে যা বলেছেন তার জবাব মানুষই দেবে।”তবে ভোট রাজনীতিতে সাইকেল ভ্রমণের মতো অভিনব কৌশল অবলম্বনের ফলে ডোমজুড়ে তৃণমূলের ভোট ব্যাংক কতটা বাড়লো, তার জন্য 2021 এর বিধানসভা ভোটের দিকে তাকিয়ে সমগ্র রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!