এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > গঙ্গাসাগর মেলার নজরদারি কমিটি থেকে কেন বাদ শুভেন্দু? নিজেই করলেন রহস্যের পর্দাফাঁস

গঙ্গাসাগর মেলার নজরদারি কমিটি থেকে কেন বাদ শুভেন্দু? নিজেই করলেন রহস্যের পর্দাফাঁস


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গঙ্গাসাগর মেলার নজরদারি কমিটিতে শুভেন্দু অধিকারীকে রাখার কারণে প্রবল আপত্তি তুলেছিল রাজ্য সরকার। শেষ পর্যন্ত রাজ্যের দাবি মেনে নজরদারি কমিটি থেকে আদালত শুভেন্দু অধিকারীর নাম তুলে নিয়েছে। এই ঘটনাকে তৃণমূল কংগ্রেসের চক্রান্ত বলেই অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। এবার এ প্রসঙ্গে বক্তব্য রাখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানালেন, তাঁকে ভয় পাচ্ছে রাজ্য সরকার, এ কারণে গঙ্গাসাগর মেলার নজরদারি কমিটি থেকে তাকে বাদ দেয়া হয়েছে। অন্যদিকে, রাজ্যে করোনা সংক্রমনের আবহে অনুষ্ঠিত হতে চলেছে গঙ্গাসাগর মেলা। এ প্রসঙ্গে রাজ্য সরকারকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী জানালেন, মানুষের স্বাস্থ্য নিয়ে একেবারে ছেলেখেলা করছে রাজ্য সরকার।

অন্যদিকে, মেলার নজরদারি কমিটি থেকে শুভেন্দু অধিকারীকে অপসারণ প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, তৃণমূলের চক্রান্ততেই গঙ্গাসাগর মেলার নজরদারি কমিটি থেকে শুভেন্দু অধিকারীকে বাদ দেয়া হয়েছে। বিরোধী দলনেতা কখনো বলেননি যে, তাকে সেই কমিটিতে রাখতে হবে। রাজনৈতিক কারণে রাজ্য তার অন্তর্ভুক্তির বিরোধিতা করেছিল। কিন্তু সরকার যেভাবে চেয়েছে সেভাবেই কেন মেলার অনুমতি দিয়েছে আদালত? সাধারণ মানুষের জীবনের কি কোন দাম নেই? আদালত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে, এমন আশা করেছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!