শাসক দল ছাড়লেন হেভিওয়েট নেত্রী! ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা ঘিরে জল্পনা – জানুন বিস্তারিত জাতীয় September 6, 2019 দিল্লির শাসকদল আম আদমি পার্টি ছাড়লেন বিধায়ক অলকা লাম্বা। উপযুক্ত সম্মান না পাওয়ায় আপ দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন বিধায়ক অলকা লাম্বা বলে নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। যদিও তিনি জানিয়েছেন এবার দিল্লি বিধানসভা নির্বাচনে নির্দল হয়ে যোগদান করবেন। আজকেই তার অবস্থানের কথা সরাসরি টুইটারে ঘোষণা করে দিল্লির চাঁদনী চকের বিধায়ক জানান, ‘সময় এসেছে বলার। আপ দল থেকে বিদায়। দলে সদস্য পদ থেকে ইস্তফা দিচ্ছি। গত 6 বছরে অনেক কিছু শিখলাম।’ তবে দলের সাথে তাঁর বিরোধ শুরু হয়েছে অনেকদিনই। আর তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছিল দল ছাড়ার জল্পনা। আর সেই জল্পনাকে সত্যি করে আজ শেষ করলেন দলের সঙ্গে ৬ বছরের সম্পর্ক। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - প্রসঙ্গত, রাজীব গান্ধী ভারতরত্ন সম্মান প্রত্যাহারের দাবিতে আপ সরব হয়ে ওঠে বিধানসভায়। আর ঠিক সেই মুহূর্তে দলের সঙ্গে বিরোধিতার সূত্রপাত হয় অরবিন্দ কেজরিওয়ালের দলের হেভিওয়েট নেত্রীর। এদিকে গত মঙ্গলবারই আপ বিধায়ক অলকা লাম্বা দেখা করতে যান কংগ্রেসের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর সাথে। আর তারপরই গুঞ্জন ছড়ায়, চাঁদনী চকের এই বিধায়কের দলত্যাগের, যা আজকে সুস্পষ্ট করে দিলেন অলকা লাম্বা। শুক্রবার টুইটারের মাধ্যমে অলকা লাম্বা তার পদত্যাগপত্র জমা দেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের কাছে। অলকা লাম্বাকে নিয়ে এবার জোর জল্পনা তিনি কংগ্রেসে যোগদান করতে চলেছেন। যদিও তিনি নিজে জানিয়েছেন, বিধানসভা নির্বাচনে নির্দল হিসাবেই প্রতিদ্বন্দ্বিতা করতে চান। ফলে দিল্লির এই হেভিওয়েট রাজনীতিবিদের ভবিষ্যৎ পরিকল্পনা ঘিরে ক্রমশ জমে উঠেছে জল্পনা। আপনার মতামত জানান -