ফুল ফোটাচ্ছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক, এখনো পর্যন্ত ১০ লক্ষ কর্মসংস্থান বিশেষ খবর রাজ্য February 11, 2018 কলকাতার এক নামী সংবাদপত্রের প্রকাশিত সংবাদ অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘যুবশ্রী’ ও এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কার্যত ফুল ফোটাচ্ছে। রাজ্যে ক্ষমতায় আসার পর ২০১২ সালের জুলাই মাসে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক চালুর সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের উদ্দেশ্যেই এই পরিকল্পনা নেওয়া হয় রাজ্য সরকারের তরফে, এমপ্লয়মেন্ট ব্যাংকের পোর্টালে কর্মপ্রার্থী ও নিয়োগকারী সংস্থার নাম নথিভুক্তকরণের ব্যবস্থা করা হয়। নিয়োগকারী এই পোর্টাল থেকে নথিভুক্ত কর্মপ্রার্থীদের বেছে নেবে, সেই লক্ষ্যেই এটি চালু করা হয়েছিল, শুধু তাই নয়, এই ব্যাংকে নথিভুক্ত সমস্ত বেকারদের দেড় হাজার টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়। সম্প্রতি রাজ্য সরকারের চালানো এক আর্থিক সমীক্ষাতে দেখা যাচ্ছে বিপুল সাফল্য পেয়েছে এই প্রকল্প। ওই সমীক্ষা অনুযায়ী – ১. রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে এখনো পর্যন্ত রাজ্যে প্রায় ১০ লক্ষের কর্মসংস্থান হয়েছে ২. বর্তমানে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত কর্মপ্রার্থীর সংখ্যা ২৬ লক্ষ ৪৬ হাজার ৩ জন ৩. বর্তমানে ৯৫ হাজার ৫৯৫ জন ‘যুবশ্রী’ প্রকল্পের অন্তর্গত এই ভাতা পাচ্ছেন ৪. চালু হওয়ার পর থেকে ‘যুবশ্রী’ প্রকল্পে রাজ্য সরকারের খরচ হয়েছে ১৩৮ কোটি ৭৭ লক্ষ টাকা ৫. এখনও পর্যন্ত ১ লক্ষ ৫০ হাজার ৬৩৫ জন যুবশ্রী প্রকল্পের সুযোগ নিয়েছেন আপনার মতামত জানান -