এখন পড়ছেন
হোম > অন্যান্য > শরীর-স্বাস্থ্য > সামনেই ভরা বর্ষার মরসুম! কি রূপ নেবে করোনা? কতটা ভয়ঙ্কর হতে পারে? জানুন বিস্তারিত

সামনেই ভরা বর্ষার মরসুম! কি রূপ নেবে করোনা? কতটা ভয়ঙ্কর হতে পারে? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের সংক্রমণ চরম আকার ধারণ করার অনেক আগেই বিশেষজ্ঞরা এই ব্যাপারে আশার আলো দেখিয়েছিলেন। তারা বলেছিলেন, গরমকাল শুরু হওয়ার সাথে সাথেই করোনা সংক্রমণের হাত থেকে রেহাই পাওয়া যাবে। বর্তমানে গ্রীষ্মের তীব্র দাবদাহ চলছে। কিন্তু তা সত্ত্বেও লকডাউন করে, সামাজিক দূরত্বকে মান্যতা দিয়ে করোনাকে আটকানো যাচ্ছে না। দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এবার রাজ্যে প্রবেশ করতে চলেছে বর্ষা।

তাই অতীতে বিশেষজ্ঞদের বার্তা সত্ত্বেও যেভাবে গ্রীষ্মের সময় করোনা ভাইরাস তার দাপট চালিয়েছে, সেদিক থেকে বর্ষার বৃষ্টিতে পরিবেশ কিছুটা হালকা থাকায়, করোনা কি আরও জাকিয়ে বসবে! এখন এই সংশয় তৈরি হয়েছে নানা মহলে। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষার বৃষ্টি এমনিতেই নানা রোগের সৃষ্টি করে। যার মধ্যে রয়েছে ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মত জল বাহিত রোগ। তবে অতিরিক্ত বৃষ্টিপাতে মশার জীবনচক্র ব্যাহত হওয়ায় বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ কম থাকে। কিন্তু করোনা ভাইরাস এই সমস্ত রোগের মত নয়। তাই বর্ষা চলে গেলেও সেই ভাইরাসের কোনো পরিবর্তন হবে না বলেই জানাচ্ছেন অনেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই এই প্রসঙ্গে ন্যাশনাল ভাইরোলজির বিশেষজ্ঞ এমএস চাঁদা বলেন, “ঋতু পরিবর্তনের সঙ্গে এই রোগের চরিত্রের কোনো পরিবর্তন হয় কিনা, তা জানতে আরও বছর দুই তিন সময় লাগবে। এই সময় প্রাথমিক পর্যবেক্ষণের পরেই তা বলা সম্ভব।”

এদিকে এই ব্যাপারে মুম্বইয়ের বিশেষজ্ঞ চিকিৎসক শুভজিৎ সেন বলেন, “ভাইরাল রোগের বিস্তার তিনটি বিষয়ের উপর নির্ভর করে। ঋতু পরিবর্তন আর মানুষের আচরণগত নিদর্শন। ঋতু পরিবর্তন নির্ভর করে তাপমাত্রা, আর্দ্রতা, সূর্যালোকের ওপর। ভাইরাসটি কোন পরিস্থিতিতে কতটা শক্তি সঞ্চয় করে, তাও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। বর্ষাকালে সহজেই এর থেকে পরিত্রান পাওয়া যায়। কারণ প্রবল বৃষ্টিতে রাস্তায় যে কোনো এলাকা ধুয়ে যায়। মানুষ সেভাবে বাইরে থাকে না। তাই বর্ষাকালে সংক্রমণ কমতে পারে।”

তবে প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে করোনা ভাইরাসের পরিবর্তন আদৌ হবে কিনা, তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। অনেকে বলছেন, বিশেষজ্ঞরা বলেছিল গ্রীষ্মে করোনা ভাইরাসের দাপট কমবে। কিন্তু তার কমার কোনো লক্ষণ দেখা যায়নি। সেদিক থেকে বর্ষাকালে যে কোনো পরিবর্তন হবে, তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। ফলে আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে করোনা ভাইরাস কোন‌ গতি অবলম্বন করে, সেদিকেই নজর রাখতে হবে সকলকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!