এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির ডাকা বনধে বাস না নামানোয় এবার রুটের বাসই বন্ধ করে দিল তৃণমূল! শুরু তীব্র বিতর্ক

বিজেপির ডাকা বনধে বাস না নামানোয় এবার রুটের বাসই বন্ধ করে দিল তৃণমূল! শুরু তীব্র বিতর্ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপি কর্মীকে হত্যার প্রতিবাদে গত বৃহস্পতিবার ১২ ঘন্টার জন্য বাগনান বন্ধের ডাক দিয়েছিল বিজেপি নেতৃত্ব। বিজেপির ডাকা বন্ধে সেদিন পথে নামেনি ৭৬ নম্বর বাগনান- আমতা রুটের বাস গুলি। শুক্রবার এই ৭৬ নম্বর রুটের বাস পরিষেবা বন্ধ করে দেওয়ার হুমকি দিল শাসকদল তৃণমূল। এর ফলে বাসস্ট্যান্ডে ফিরে গেল বাসগুলি। ফলে আমতা থেকে বাগনানে লক্ষ্মী পুজোর বাজার করতে এসে সমস্যায় পড়লেন বহু মানুষ।

প্রসঙ্গত গত বৃহস্পতিবার বিজেপি ১২ ঘন্টার জন্য বাগনান বন্ধের ডাক দিয়েছিল। সেদিন বাগনানের অন্যান্য রুটের বাস গুলি চললেও, দুই ট্রিপ দেবার পর বাগনান- আমতা রুটের বাস পরিষেবা বন্ধ হয়ে যায়। বাস মালিকরা অভিযোগ করেছিলেন যে, বাগনানের বাঙালপুরের কাছে বিজেপি কর্মীরা তাদের বাস আটকে দিয়েছিলেন। এর ফলে সেদিন সকাল ৭ টার পর এই রুটের বাস আর পথে নামেনি।

এরপর, গত শুক্রবার ৭৬ নম্বর বাস ছাড়ার সময়ে বাগনান বাস স্ট্যান্ডে উপস্থিত হলেন বেশকিছু তৃণমূল কর্মী। তাঁরা হুমকি দিলেন যে, বৃহস্পতিবার যেহেতু এই রুটের কোনো বাস পথে নামেনি। তাই এদিন বাস চলতে দেয়া যাবে না। ড্রাইভার, কন্ডাক্টরদের হুমকি দিয়ে বাস স্ট্যান্ড নিয়ে যেতে বলা হয়। ফলে ফিরে যায় বাসগুলি। প্রসঙ্গত, এই ৭৬ নম্বর রুটে প্রতিদিন ২০ টি বাস যাতায়াত করে। যাতায়াত করে থাকেন প্রায় ৫ হাজার যাত্রী। বাস বন্ধ থাকায় সমস্যায় পড়তে সকলকে।

তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত বৃহস্পতিবার বন্ধের দিনে পুলিশের পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তা দেয়া হয়েছিল। সমস্ত বাস সেদিন চলেছিল, শুধুমাত্র বাগনান-আমতা রুটের কোন বাস চলেনি। তৃণমূল অভিযোগ করেছে, সেদিন ইচ্ছে করেই পথে নামেনি বাসগুলি। এর ফলে সেদিন সমস্যায় পড়তে হয়েছিল বহু মানুষকে। এ প্রসঙ্গে বাগনানের বিধায়ক তথা জেলা তৃণমূলের অন্যতম কো-অর্ডিনেটর অরুণাভ সেন জানালেন যে, প্রশাসন তাদের নিরাপত্তা ব্যবস্থা করে দিলেও, বাস চলাচল বন্ধ রেখে যথেষ্ট অন্যায় করেছেন বাসমালিকেরা। একারণেই শুক্রবার এই রুটের বাস বন্ধ করে দেয়া হলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে উলুবেরিয়া মহাকুমা বাস-মিনিবাস সমন্বয় সমিতির সম্পাদক গোপাল পাল জানালেন যে, উভয় সংকটে পড়েছেন তাঁরা। এ বিষয়টি জানিয়ে তাঁরা এই সমস্যার সমাধানের জন্য জেলা প্রশাসনসহ বিভিন্ন মহলে চিঠি দেবেন। বাসমালিকেরা জানিয়েছেন যে, দুই দলের ঝগড়ার মাঝে পড়ে ‘বলির পাঠা’ হতে হচ্ছে তাদের।

অন্যদিকে এ প্রসঙ্গে বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি শিবশঙ্কর জানালেন, গত বৃহস্পতিবার বন্ধের দিনে শাসকদল তৃণমূলের গুন্ডামি ও পুলিশের অতিসক্রিয়তায় তাঁরা মিছিল করতে পারেননি। কাজেই বাস চলাচলেও তাঁরা কোন বাধা দিতে পারেননি। তবে বেশ কিছু মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের বনধকে সমর্থন করেছেন। এর ফলে তৃণমূলের গাত্রদাহ হয়েছে। এরপর পুলিশের বিরুদ্ধে তাঁকে বলতে শোনা গেলো যে, পুলিশ বন্ধের দিনে জোর করেই দোকান খুলে ছিল, তাহলে তারা বাস চলাচলের ব্যবস্থা কেন করেনি সে দিন।

অন্যদিকে এ প্রসঙ্গে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের জনৈক কর্তা জানালেন যে, বাগনান- আমতা রুটে জোর করে বাস চলাচল বন্ধ করে দেওয়ার ব্যাপারে কোনো অভিযোগ এখনো তাদের কাছে জমা পড়েনি। এ বিষয়ে অভিযোগ এলে তাঁরা বিষয়টির খোঁজ নেবেন। তবে শাসকদল তৃণমূল এভাবে জোর করে বাস চলাচল বন্ধ করে দেওয়ায়, তা নিয়ে শুরু হলো তীব্র বিতর্ক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!