এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদিকে ধাক্কা দিয়ে আবার কি লালু-রাহুলের হাত ধরতে চলেছেন নীতিশ কুমার?

মোদিকে ধাক্কা দিয়ে আবার কি লালু-রাহুলের হাত ধরতে চলেছেন নীতিশ কুমার?

রামনবমীর দিন শুধু পশ্চিমবঙ্গই নয় প্রতিবেশী রাজ্য বিহারেও বিচ্ছিন্ন ভাবে হিংসা ও গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে খুব স্বাভাবিক ভাবেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বর্তমান জোট সঙ্গী বিজেপিরবিজেপীর সাথে প্রীতির বিষয়টি আবারও ভেবে দেখার সম্ভবনা দেখা যাচ্ছে। বিচ্ছিন্ন ভাবে হিংসার ঘটনা যে মুখ্যমন্ত্রী মোটেও ভালো চোখে দেখছেন না তা নানা ভাবেই গেরুয়া শিবিরের কাছে ব্যক্ত করেছেন । নীতিশ কুমার এদিন কোনোরকম রাখঢাক না করেই বলেছেন, “গোষ্ঠী সংঘর্ষের পিছনে বিজেপির হাত রয়েছে বলে প্রমাণ উঠে আসছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

যাঁদের আটক করা হয়েছে, তাঁদের বেশিরভাগই আরএসএস ও বজরং দলের সদস্য। এই পরিস্থিতিতে দাঙ্গাবাজদের নিয়ে একসঙ্গে পথ চলা যাবে না।” জোট সঙ্গী কে সচেতন করার পক্ষে মুখ্যমন্ত্রীর করা এই বক্তব্যই যথেষ্ট বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। এছাড়াও এদিন বিহারের গোষ্ঠী দ্বন্দের ঘটনায় বিজেপির এক কেন্দ্রীয় ছেলেকে গ্রেফতার করা হয়েছে। যা কী না বিজেপির কাছে নিজেদের সংযত করার ব্যাপারে নিঃসন্দেহে একটা সতর্ক বার্তা। এদিকে এত কিছুর পরেও বিজেপির সংখ্যালঘু মুখ শাহনওয়াজ হোসেন , বিহারের মুখ্যমন্ত্রীর প্রশংসা থেকে বিরত হলেন না। তথাপি বিহারে জোট দলগুলির মধ্যে শুরু হওয়া অর্ন্তকলহের কথা অস্বীকার করার কোনো উপায় নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!