এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতেই তৃণমূলকে রুখতে নজিরবিহীনভাবে ২০১৬ ফিরিয়ে আনতে চলেছে বামফ্রন্ট

পঞ্চায়েতেই তৃণমূলকে রুখতে নজিরবিহীনভাবে ২০১৬ ফিরিয়ে আনতে চলেছে বামফ্রন্ট

যে দলের বর্তমান অবস্থা প্রায় বিলুপ্তির পথে সেই দলের জন্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে প্রার্থী মনোনয়ন নিঃসন্দেহে কঠিন বিষয়। রবিবার কোচবিহারের সিপিএম জেলা সম্পাদক অনন্ত রায় হাবেভাবেই সেই কথাই বললেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন তিনি বললেন, ”যেসব স্থানে বামেদের প্রার্থী দেওয়ার মতো পরিস্থিতি নেই, সেখানে কোনও নির্দল বা অন্য কোনও রাজনৈতিক দলকেই সমর্থন করতে পারে সিপিএম। এক্ষেত্রে অবশ্য বিজেপি বা তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই সমর্থন করা হবে না।দেশ ও রাজ্যের পরিস্থিতির প্রেক্ষিতে কোথাও বিজেপি বা তৃণমূল কংগ্রেসকে সুবিধা পাইয়ে দিতে চায় না দল। সেক্ষেত্রে যেখানে বামেদের কোনও প্রার্থী থাকবে না, সেখানে ভালো কোনও নির্দল প্রার্থী যে বিজেপি বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়তে পারবেন তাকেই সমর্থন করবে দল। ” প্রসঙ্গত উল্লেখ্য ২০১১ সালের আগে অবধি কোচবিহার জেলার মানুষজন সম্পূর্নভাবেই বামফ্রন্টের কর্মী ও সমর্থক ছিলেন। কিন্তু তারপর থেকেই রাজ্যে পরিবর্তনের ঝড়ের বেগে অন্য সব জেলাগুলির মতো কোচবিহারে ও বাম সমর্থকের সংখ্যা দৃষ্টান্তমূলক ভাবে কমতে শুরু করে। ফলে নিচুতলায় কংগ্রেসের সাথে জোট হচ্ছে বলেই মনে করছে রাজনৈতিকমহল।আর তাই বলাই যায় যে পঞ্চায়েতেই তৃণমূলকে রুখতে নজিরবিহীনভাবে ২০১৬ ফিরিয়ে আনতে চলেছে বামফ্রন্ট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!