এখন পড়ছেন
হোম > রাজ্য > মনোনয়ন নিয়ে শাসক ‘সন্ত্রাসে’ জ্বলছে পূর্ব বর্ধমান, অভিযোগ বিরোধীদের

মনোনয়ন নিয়ে শাসক ‘সন্ত্রাসে’ জ্বলছে পূর্ব বর্ধমান, অভিযোগ বিরোধীদের


ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন নিয়ে জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবের নেতৃত্বে এদিন বর্ধমানে সংঘটিত হলো সর্ব দলীয় বৈঠক। এদিনের বৈঠকে সিপিএম, বিজেপি, কংগ্রেসের প্রতিনিধিরা শাসকদলের বিরুদ্ধে নানারকম সন্ত্রাসের অভিযোগ জানায়। এমনকি ব্লকগুলিতে পর্যাপ্ত পরিমানে মনোনয়নপত্র না থাকার কারণে অভিযোগের তীর ওঠে তৃণমূলের দিকে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন সিপিএমের জেলা কমিটির সদস্য আব্দার রেজ্জাক অভিযোগ সহকারে বলেন, “মঙ্গলকোটে সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক দুর্যোধন সরের উপর হামলা এবং তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। কেতুগ্রামের গঙ্গাটিকুরীতে নির্মাল্য চট্টোপাধ্যায় নামে এক সিপিএম নেতাকে বেধড়ক মারধর করা হয়েছে।” বৈঠকে জেলা কংগ্রেস প্রতিনিধি কাশীনাথ গঙ্গোপাধ্যায় জেলা শাসকের কাছে মহকুমা অফিসে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির মনোনয়ন জমা নেওয়ার দাবি জানান। এদিন বিজেপির জেলা সাধারণ সম্পাদক সুনীল গুপ্তা অভিযোগ জানান, বিজেপি প্রার্থীদের বাড়ি গিয়ে শাসানো হচ্ছে, বাড়ি ঘেরাও করা হচ্ছে এবং আউশগ্রামে দলের এক নেতৃত্বের ওপর হামলা করা হয়েছে। এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি স্বপন দেবনাথ বলেন, “বিরোধীদের পায়ের তলায় মাটি না থাকায় মিথ্যা অভিযোগ করছেন।” জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবের কথায়, “সর্বদলীয় বৈঠকে নির্বাচনের সমস্ত নিয়ম সম্পর্কে রাজনৈতিক প্রতিনিধিদের জানানো হয়েছে। তাঁরাও কিছু অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরেছেন। সেগুলি সম্পর্কে নির্বাচন কমিশনে জানানো হবে। এই সমস্ত অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, “সুনির্দিষ্ট অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” এদিন তিনি আরো জানান, “প্রথম দিনে গোটা জেলায় গ্রাম পঞ্চায়েতের ৬৭টি আসনে এবং পঞ্চায়েত সমিতির ১৩ টি আসনে মনোনয়নপত্র জমা পড়েছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!