এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > এবার কি ‘মুকুল-অস্ত্রই’ প্রয়োগ হতে চলেছে ‘মুকুল-পুত্রের’ প্রতি?

এবার কি ‘মুকুল-অস্ত্রই’ প্রয়োগ হতে চলেছে ‘মুকুল-পুত্রের’ প্রতি?


একসময় মুকুল রায় ছিলেন তৃণমূল কংগ্রেসের অঘোষিত দুনম্বর। ছিলেন রাজ্যসভায় তৃণমূলের নেতাও, কিন্তু নেত্রীর সঙ্গে মনোমালিন্য শুরু হতেই, আস্তে আস্তে কোনঠাসা হতে থাকেন দলে। রাজ্যসভার নেতার আসন থেকে ঠাঁই হয় একেবারে পিছনের সারিতে। আর তিনি এখন দলই ছেড়ে শেষমেশ বিজেপিতে নাম লিখিয়েছেন । আর তাই যেন তৃণমূলে থেকেও নেই তাঁর পুত্র বিধায়ক শুভ্রাংশু রায়। মুকুল রায়কে ঘিরে দলের ভেতর যে পরিবেশ সৃষ্টি হয়েছে তার থেকেও যেন বিছিন্ন তিনি।
আজ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন। কিন্তু সেখানে কি থাকবেন মুকুল-পুত্র? কারণ তাঁকে ঘিরে রাজনৈতিক তরজায় দলের মধ্যে অস্বস্তির পরিবেশ হয়েছে বেশ ভালো রকমেরই। বাবা বিজেপিতে যাওয়ায় ছেলের ভবিষ্যৎ গন্তব্য কি হতে চলেছে তা নিয়ে সংশয় প্রকাশ করছেন খোদ উত্তর চব্বিশ পরগনার জেলা সভাপতি তথা দলের দাপুটে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বিধানসভায় শুভ্রাংশু রায়ের আসন উত্তর চব্বিশ পরগনার দলীয় বিধায়কদের সারিতেই, যাঁরা এখনঅবশ্যম্ভাবী ভাবেই দলীয় অবস্থান মেনে এখন মুকুল রায় বিরোধী। জেলার এক প্রবীণ নেতার কথায়, কাঁচরাপাড়াতেও দলের সব স্তরেই কট্টর মুকুল রায় বিরোধী মনোভাব রয়েছে, সে বুঝেই শুভ্রাংশুকে পদক্ষেপ নিতে হবে।” আর তাই কি শারীরিক অসুস্থতার মোড়কে তিনি অনুপস্থিত দলীয় সভায়, রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন। বিধানসভার অধিবেশন শুরু হলে শাসকদলের তরফে প্রবল বিজেপি তথা মুকুল রায় বিরোধিতার হওয়া উঠতে পারে, তখন কি করবেন মুকুল-পুত্র? আবারো শারীরিক কারণে অনুপস্থিতি দেখাবেন? যদিও শনিবার পর্যন্ত বিধানসভায় কোনো ছুটির আবেদন করেননি শুভ্রাংশু রায়, অন্যদিকে দলের সঙ্গে দূরত্ব নিয়েও নীরব শুভ্রাংশু। ফলে আরো বেড়েছে রাজনৈতিক গুঞ্জন। রাজনৈতিক মহলের ধারণা, একসময় মুকুল রায়ের উপর সন্দেহের বাতাবরণ তৈরি হাওয়ায় তাঁকে রাজ্যসভার নেতা থেকে পিছোতে পিছোতে একেবারে পিছনের সারিতে গিয়ে শেষে ছিটকে গেছেন তৃণমূলের বৃত্ত থেকেই। আর এখন যেহেতু তাঁর পুত্রের উপরও সেই একই অবিশ্বাসের বাতাবরণ, তাই তিনিও কি বিধানসভায় তাঁর নির্দিষ্ট জায়গা থেকে পিছোতে শুরু করবেন আর শেষমেশ একদিন ছিটকে যাবেন তৃণমূল বৃত্ত থেকে? ভবিষ্যতের গর্ভেই লুকোনো আছে সেই প্রশ্নের উত্তর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!