এখন পড়ছেন
হোম > রাজ্য > মুকুল রায়ের পাশে দাঁড়ালেন দিলীপ ঘোষ

মুকুল রায়ের পাশে দাঁড়ালেন দিলীপ ঘোষ


সোমবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে তৃণমূলের দলীয় কর্মীসভা অনুষ্ঠিত হয়। আর এখান থেকেই বিজেপিকে আক্রমন করে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সভাতে বর্তমান বিজেপি কর্মী তথা প্রাক্তন তৃণমূল নেতা মুকুল রায়কে অভিষেকবাবু জঞ্জাল আখ্যা দেন।এই প্রসঙ্গে দিলীপবাবু মুকুলবাবুর পাশে দাঁড়িয়ে বলেন যতদিন তৃণমূল কংগ্রেস করেছেন পার্টির জন্য নিরন্তর কাজ করেছেন ততদিন মুকুল বাবু তৃণমূল পার্টির সম্পদ ছিলেন । যখন পার্টির আভ্যন্তরীণ কাজ কর্ম , দলীয় নীতি এসব মেনে নিতে পারছিলেন না তখন দল ছেড়ে বেরিয়ে আসেন।বিজেপিতে যোগদান করেন । একইরকম ভাবে যখন ভারতী ঘোষ সরকারের নির্দেশে নানন অনৈতিক কাজকর্ম নিজে করেছেন বা সেই কাজে তদারক করেছেন , নিয়ম শৃঙ্খলা উপেক্ষা করেছেন।যতদিন এই কাজ গুলি করেছেন ততদিন ওদের সম্পদ ছিলেন । আর আজ যখন উনি ওদের কথা শুনছেন না,বেরিয়ে এসেছেন উনি জঞ্জাল হয়ে গেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!