ত্রিপুরা বিধানসভা নির্বাচন: চমকে দিল নিউজ এক্সের ওপিনিয়ন পোল জাতীয় বিশেষ খবর February 6, 2018 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রাক্কালে লাখ টাকার প্রশ্ন রাজনৈতিক মহলে – এবারে কি হবে? পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? গঠিত হবে অষ্টম বামফ্রন্ট সরকার নাকি বিজেপি ১৯ থেকে ২০ নেবে নিজেদের অধীনে থাকা বিধানসভার সংখ্যা? এরই মাঝে সামনে এল ‘নিউজ এক্স – জন কি বাত’ এর ওপনিয়ন পোলের ফলাফল। আর এই সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে প্রত্যাবর্তন নয়, রাজ্যজুড়ে পরিবর্তনেই আস্থা রাখছেন ত্রিপুরাবাসী। নিউজ এক্সের সমীক্ষা অনুযায়ী ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভায় বিজেপি-আইপিএফটি জোট ৩১-৩৭ টি আসন পেতে পারে, অন্যদিকে বামফ্রন্ট পেতে পারে ২৩-২৯ টি আসন। তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস এবার ত্রিপুরা বিধানসভা নির্বাচনে কোনো আসন পাবে না বলেও ওই সমীক্ষায় দাবি করা হয়েছে। ওই সমীক্ষায় আরো উঠে এসেছে, ধনপুর কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী মানিক সরকার জিততে চলেছেন। তবে তিপ্রাল্যান্ডের জন্য তপশিলিদের আন্দোলন বামেদের বিরুদ্ধে এবার ভোটে প্রতিফলিত হতে পারে। আপনার মতামত জানান -