এখন পড়ছেন
হোম > রাজ্য > ভারতী প্রসঙ্গ তুলে রাজ্য পুলিশ প্রশাসনের একাংশকে সতর্ক করলেন দিলীপ ঘোষ

ভারতী প্রসঙ্গ তুলে রাজ্য পুলিশ প্রশাসনের একাংশকে সতর্ক করলেন দিলীপ ঘোষ


ভারতী ঘোষ প্রসঙ্গ তুলে রাজ্য পুলিশ প্রশাসনের একাংশকে কার্যতই সতর্ক করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ । কয়েকদিন ধরেই ভারতী ঘোষকে নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়।এক সময়ে মুখ্যমন্ত্রীকে মা বলে ডাকা এই ভারতীদেবীর বাড়িতে সিআইডি তল্লাশি হচ্ছে।তিক্ততা বেড়েছে আর এই নিয়েই এদিন সমস্ত প্রশাসনিক কর্তাব্যক্তি ও পুলিশ কর্মীদের উদ্দেশ্যে দিলীপবাবু সতর্কবার্তা দিলেন। তিনি বলেন,
যে সমস্ত প্রশাসনিক কর্তাব্যক্তি ও পুলিশ কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন যে যারা তৃণমূল নেতা মন্ত্রীদের তাবেদারি করছেন , তাঁদের সাথেও একই জিনিস হতে পারে । ভারতী দেবীর বাড়ি তল্লাশি প্রসঙ্গে দিলীপ বাবু বলেন যে , একটা বাড়ি কবজা করে সি আই ডির লোকজন বসে আছেন , তারা কী নিয়ে যাচ্ছেন কী ঢোকাচ্ছেন কেউ জানেনা । আবার সি আই ডি স্বীকার ও করছেন না যে তারা তল্লাশি চালিয়েছেন । দিলীপবাবু আরো বলেন অচিরেই সুবিধাবাদী রাজনীতি পশ্চিমবঙ্গের কপালে দুর্ভাগ্য নিয়ে আসছে।দিলীপ বাবুর মতে তৃণমূল এর বহু নেতার বিরুদ্ধে নানা তথ্য প্রমাণ আছে ভারতী দেবীর কাছে । যেগুলো সামনে এলে সরকারের টিকে থাকা মুশকিল হবে । মাও নেতা কিষেনজীকে এক জায়গা থেকে তুলে এনে তাকে হত্যা অবধি গোটা ঘটনার সাক্ষী ভারতী দেবী । সরকার মরিয়া হয়ে তাই ভারতী দেবীর বিরুদ্ধে সি আই ডি লাগিয়ে দিয়েছে । তাঁকে ধরার জন্যে মুখ বন্ধ করার জন্যে ‘ক্ষ্যাপা কুকুরের ‘ মতো ছুটে বেড়াচ্ছে সি আই ডি। আরো অনেক অফিসার যাঁরা এইসব ঘটনার সাক্ষী তাঁদের ও ধমকানো হয়েছে গ্রেপ্তার করা হয়েছে। রাজনৈতিকমহলের ধারণা যে বিজেপির অভিযোগমত যারা এখন প্রশাসনের কথায় বিজেপিকে সভা করতে দিচ্ছে না বা বিজেপির বিরুদ্ধাচারণ করছে তাদের সাবধান করতেই এই কথা বললেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!