এখন পড়ছেন
হোম > জাতীয় > অর্থাভাবে আটকে গেল করোনায় স্বজন হারাদের আর্থিক ক্ষতিপূরণ

অর্থাভাবে আটকে গেল করোনায় স্বজন হারাদের আর্থিক ক্ষতিপূরণ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অর্থাভাবে করোনায় মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া কার্যত অসম্ভব বলেই কেন্দ্রের পক্ষ থেকে জানানো হলো। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের উপরেও এসময়ে ব্যাপক আর্থিক চাপ রয়েছে। ফলে রাজ্যের পক্ষেও করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। আজ সুপ্রিম কোর্টে এই বক্তব্য রেখেছে কেন্দ্র সরকার। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ঘটলে যদি আর্থিক সাহায্য দেয়া হয়, তবে অন্যান্য রোগের ক্ষেত্রে স্বজনহারা মানুষদের প্রতি বঞ্চনা করা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

করোনায় মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া অসম্ভব বলেই সুপ্রিমকোর্টে জানিয়ে দিলো কেন্দ্র। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনায় দৈনিক মৃত্যুর হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। করোনা আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত দেশের ৩ লক্ষ ৮৫ হাজারের বেশী মানুষের মৃত্যু হয়েছে। আগামী দিনে এই মৃত্যু সংখ্যা আরও বাড়ার আশঙ্কা আছে। করোনা সংক্রমণের সময়ে স্বাস্থ্যপরিসেবা দিতে রাজ্যগুলি নাজেহাল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে করোনায় মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া কার্যত অসম্ভব।

কেন্দ্রের পক্ষ থেকে সুপ্রিমকোর্টে আরও জানানো হয়েছে যে, দুর্যোগ মোকাবিলা আইনের প্রসঙ্গ এক্ষেত্রে আনা হলেও, এই আইন শুধুমাত্র বন্যা, ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। করোনার মতো অতি মহামারীর ক্ষেত্রে প্রাকৃতিক বিপর্যয় আইন প্রযোজ্য হতে পারে না। এদিকে, দেশে আজ ৮১ দিন পর সর্বনিম্ন দৈনিক করোনা সংক্রমন। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হলেন ৫৮,৪১৯ জন। তবে অল্পদিনের মধ্যেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত ভ্যাক্সিনেশনের কথা বলেছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!