এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > চিটফান্ড কাণ্ডে তদন্তের গতি শিথিল হতেই বড়সড় পদ পেলেন রাজীব কুমার, জেনে নিন

চিটফান্ড কাণ্ডে তদন্তের গতি শিথিল হতেই বড়সড় পদ পেলেন রাজীব কুমার, জেনে নিন


রাজ্যে ক্ষমতায় আসার পরই বিভিন্ন সময়ে প্রশাসনিক স্তরে রদবদল ঘটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই রদবদল ঘটালেও তাতে সেইভাবে আশ্চর্যজনক কিছু দেখেনি প্রশাসনিক মহল। কিন্তু এবার রাজ্যের প্রশাসনিক প্রধানের রাজ্য প্রশাসনে বড় রদবদলকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল।

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতেই নবান্নের তরফের রাজ্য প্রশাসনের একাধিক আধিকারিকের বদলির নির্দেশিকা জারি করা হয়। আর সেখানেই নাম উঠে আসে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের। আশ্চর্যজনকভাবে নবান্নের তরফে জারি করা নির্দেশিকায় দেখা যায়, সিআইডি অ্যাডিশনাল ডিজি রাজীব কুমারকে পুলিশ প্রশাসন থেকে সরিয়ে নিয়ে আসা হয় রাজ্য প্রশাসনে।

জানা গেছে, রাজ্যের আইটি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি করা হয়েছে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে। আর পুলিশ মহল থেকে প্রশাসনিক মহলে রাজীব কুমারকে এভাবে নিয়ে আসার পেছনে অনেক কারণ রয়েছে বলেই মনে করছে একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের অনেকে বলছেন, এই রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। ফলে তাঁকে যখন সিবিআই জেরা করতে আসে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় ধর্না দিতে বসে পড়েছিলেন। যে ঘটনা কার্যত নজিরবিহীন বলেই মনে করেছিল বিভিন্ন মহল। আর এবার আইপিএস অফিসার হিসেবে সেই রাজীব কুমারকে রাজ্যের একটি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি করে দেওয়া আরও নজিরবিহীন বলেই মত প্রশাসনিক কর্তা ব্যক্তিদের।

বিশেষ সূত্র মারফত খবর, আইটি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি করে রাজীব কুমারকে ভবিষ্যতে রাজ্য প্রশাসনের শীর্ষে বসাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার প্রথম ধাপ তার পুলিশ মহল থেকে প্রশাসনিক মহলে আশা বলেই মত বিশেষজ্ঞদের। সব মিলিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানের নির্দেশেই যে রাজীব কুমারের এই শ্রীবৃদ্ধি হল, সেই ব্যাপারে নিশ্চিত প্রায় সকলেই। এখন গোটা পরিস্থিতি ঠিক কোথায় গিয়ে মোড় নেয়, সেদিকেই নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!