এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপি সাংসদের উত্তরবঙ্গ ভাগের দাবি নিয়ে বিশেষ বক্তব্য বিজেপির রাজ্য সভাপতির

বিজেপি সাংসদের উত্তরবঙ্গ ভাগের দাবি নিয়ে বিশেষ বক্তব্য বিজেপির রাজ্য সভাপতির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উত্তরবঙ্গকে একটি পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল বলে ঘোষণা করার দাবি করে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। তাঁর এই দাবির পর একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন যে, এই ধরনের বক্তব্য সংকীর্ণ রাজনৈতিক পরিচয় দেয়। এটা কোন রাজনৈতিক দলের সংকট নয়, এটা বাংলার সংকট। রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়ে রুখে দাঁড়াতে হবে। প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ জানিয়েছেন যে, বাংলা ভাগের চক্রান্ত রুখে দেয়া হবে। উত্তরবঙ্গে কিছু আসন পেয়ে চক্রান্ত করছে বিজেপি

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি, ভোট পরবর্তী হিংসা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এই দাবি তুলেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। ভোট পরবর্তী হিংসা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানিয়েছেন যে, উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হোক। আলাদা রাজ্য হলেই উত্তরবঙ্গের উন্নতি হবে। এজন্য তিনি কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, একদিকে রয়েছে নেপাল, একদিকে বাংলাদেশ, অন্যদিকে ভুটান ও চীন রয়েছে।

তাই উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হলে সকলে সুরক্ষিত থাকতে পারবেন। পুলিশ, প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না। তাই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতির কাছেও তিনি আবেদন জানাবেন। তবে, জন বার্লার এই দাবিতে সম্মতি জানায় নি দল। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, এটি তাঁর একান্ত ব্যক্তিগত মতামত। দল তাঁর এই কথার অনুমোদন দেয় না। বাংলা ভাগ চায় না রাজ্য বিজেপি। বিজেপি চায় রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। সাংসদ, বিধায়কদের সন্মান দেয়া হচ্ছে না। এ কারণেই এই ধরনের বক্তব্য সামনে আসছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!