তাপস পাল প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি নেতা জয় ব্যানার্জী রাজ্য February 2, 2018 রোজভ্যালী কাণ্ডে প্রায় দেড় বছর পর জামিনে মুক্তি পেয়েছেন তাপস পাল। একসময়ের ইন্ডাস্ট্রি সহকর্মী ও এখানকার তাপসবাবুর বিরোরী দলের নেতা জয় বন্দ্যোপাধ্যায় এবার মুখ খুললেন তাপসবাবুকে নিয়ে।এবং তাপসবাবুর পাশেই দাঁড়ালেন জয়বাবু। এদিন তিনি বলেন,”কালী প্রতিমার সাদা মূর্তি কোনওদিন দেখেছেন? দেখেননি! সেটাই স্বাভাবিক। কিন্তু সেটাই ভুল করে দেখে ফেলেছিলেন তাপস পাল। রাজনীতির কলে পড়ে। সেই ভুলেরই মাশুল দিতে হল তাপসকে।”পাশাপাশি আরো বললেন, ”তাপস এবার সাদা কালী ছেড়ে কালো কালীর পুজো করুক। অভিনয়ে ফিরুক। ভালো থাকবে।”এদিন তিনি আরো বলেন, ” দাদার কীর্তি দিয়ে ক্যারিয়ারে উত্তরণ।সাহেব, ভালোবাসা ভালোবাসা করে জনপ্রিয়তার শিখরে পৌঁছানো। এই পর্যন্ত ওঁর সব ঠিক ছিল তাপস পাল গণ্ডগোল করেছেন অসত্ তৃনমূল দলে যোগ দিয়ে।”ওই দলটায় যোগ দিয়েই সবথেকে বড় ভুল করেছে তাপস। তারপর ভোটে জিতে এমএলএ , এমপি হল। লোভ বাড়ল।এই লোভ থেকেই রোজভ্যালি চিটকাণ্ডে ফেঁসে গেল ও।” আপনার মতামত জানান -