হেরে দ্বিতীয় স্থানে এসেও নৈতিক জয় দেখছে বিজেপি রাজ্য February 2, 2018 উলুবেড়িয়াতে বিপুল ভোট জিতেছে তৃণমূল। আর না জিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। কিন্তু এই হারের মধ্যেও নৈতিক জয় দেখতে পাচ্ছে বিজেপি। আর তাই হেরেও উচ্ছ্বাস পদ্ম-শিবিরে। এদিন বিজেপি প্রার্থী অনুপম মল্লিক বলেন ‘আমরা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে দেড় লাখেরও বেশি ভোট বাড়িয়েছি। এর থেকে বড় প্রাপ্তী কী হতে পারে। তৃণমূল শত চেষ্টা করেও এই উত্থান আটকাতে পারেনি। ফলে উলুবেড়িয়ায় তৃণমূল কংগ্রেসের কাছে হারলেও, এটা আসলে নৈতিক জয় বিজেপির।’ অবশ্য উলুবেড়িয়াতে বিজেপির দ্বিতীয় হওয়াটা কিন্তু শুধুই দ্বিতীয় হওয়া নয়। বিপুল পরিমান ভোট বেড়েছে বিজেপির।আর তলে তলে যে বিজেপি নবাড়ছে তার ইঙ্গিতই দিয়েছে এই ভোটার রেজাল্ট। আর এইভাবে ভোট যদি বাড়ে তবে গঠন ঘটেই বেশি দেরি নেই বলে মনে করছে রাজনৈতিকমহল। অনুপমবাবু দাবি করেছেন, ‘এই হারকে আমরা নৈতিক জয় হিসেবে দেখছি। আমাদের আর আটকে রাখা যাবে না। লাগামছাড়া সন্ত্রাস করেও তৃণমূল আমাদের ভোট প্রাপ্তী আটকাতে পারেনি। তার ওপর বহু মানুষ ভোট দিতে পারেননি।যে সমস্ত কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী ছিল, সেইসব কেন্দ্রেই কেবলমাত্র মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছেন। সর্বত্র কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ভোট হলে উলুবেড়িয়ার ভোটের ফল অন্যরকম হতেই পারত।’ আপনার মতামত জানান -