এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আগ্নেয়াস্ত্র সহ প্রকাশ্যে মিছিলে দাপাচ্ছেন প্রভাবশালী তৃণমূল নেতা! তীব্র বিতর্ক শুরু রাজ্যে!

আগ্নেয়াস্ত্র সহ প্রকাশ্যে মিছিলে দাপাচ্ছেন প্রভাবশালী তৃণমূল নেতা! তীব্র বিতর্ক শুরু রাজ্যে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একেবারে দাবাং এর ভূমিকায় অবতীর্ণ হলেন জনৈক তৃণমূল নেতা। পূর্ব বর্ধমান জেলার আউসগ্রামের দু’নম্বর ব্লক তৃণমূল কার্যকরী সভাপতি আব্দুল লালনের অস্ত্র হাতে মিছিলের ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত পূর্ব বর্ধমান জেলার আউসগ্রামের গেরাই গ্রামের জনৈক বাসিন্দা আব্দুল লালন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে এলাকায় যথেষ্ট পরিচিত। এর সঙ্গে সঙ্গেই তিনি আবার আউসগ্রাম দু’নম্বর ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি। এই আউসগ্রাম এলাকায় গত দু’দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর একটি ছবি।

যে ছবিতে দেখা যাচ্ছে তিনি সাদা প্যান্ট, সাদা শার্ট, সাদা ফেট্টি পরিহিত। ফোন কানে দিয়ে কারোর সঙ্গে কথা বলছেন তিনি। তাঁর আশেপাশে বেশ কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। তাঁর পেছনে রয়েছে একটি মারুতি ভ্যান। এই মারুতি ভ্যানের সামনের দিকে লাগানো ব্যানারের কিছু অংশ দেখে বোঝা যাচ্ছে, এটি কেন্দ্র সরকারের নয়া কৃষিবিলের বিরুদ্ধে প্রতিবাদ লিপি। আর এই ছবিতেই দেখা যাচ্ছে যে, তাঁর কোমরে গোজা আছে একটি আগ্নেয়াস্ত্র। কৃষি বিলের কথা লেখা ব্যানার থেকে স্পষ্ট, এই ছবিটি একেবারে সাম্প্রতিক কালের।

প্রসঙ্গত গত শুক্রবার কেন্দ্রীয় সরকার আনীত নয়া কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আউসগ্রাম ২ ব্লকের দেবশালা অঞ্চলে প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল তৃণমূল। অনেকে মনে করছেন এই মিছিলে অংশ নেওয়ার সময় তৃণমূল নেতা আব্দুল লালনের এই ছবিটি তোলা হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূল নেতার এই বিতর্কিত ছবি প্রসঙ্গে আউশগ্রাম ২ ব্লক তৃণমূল সভাপতি রামকৃষ্ণ ঘোষ জানালেন, ” দেবশালার মিছিলে আমিও ছিলাম। কিন্তু ওই সময়ের ছবি ওটা নয়। অন্য কোনও সময়ে ফটোশুটের ছবি এভাবে দেখিয়ে আমাদের দলকে ও লালনকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে।” অন্যদিকে এ প্রসঙ্গে আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার জানালেন, ” বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।”

তাঁর এই ভাইরাল হওয়া ছবি প্রসঙ্গে তৃণমূল নেতা আব্দুল লালনের বক্তব্য, ” আমার লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র আছে। তবে আমি দলীয় মিছিলে অংশ নেওয়ার সময় আগ্নেয়াস্ত্র কাছে ছিল না। ওটা অন্য সময়ে তোলা ছবি। সেই ছবি কেউ বা কারা ছড়িয়ে অপপ্রচার করছে আমাকে ও দলকে বদনাম করার জন্য।”

তৃণমূল নেতা আবদুল লালনের এই ছবিটি সাম্প্রতিক কালের, নাকি পূর্বেকার? এই বিষয় নিয়ে তর্ক বিতর্ক রয়েছে। কিন্তু, এটাতো তো ঠিক যে, নিজের নিরাপত্তার জন্য লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র থাকলেও, সেটি প্রকাশ্য দিবালোকে দলীয় কর্মীদের সঙ্গে মিছিলে অংশ নেওয়ার সময় সকলের সামনে কেন রাখতে হবে? এ বিষয়টি কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল। আর তৃণমূল নেতার এই ছবি যে তৃণমূল দলকে অনেকটা বেকায়দায় ফেলে দিল, সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!