এখন পড়ছেন
হোম > জাতীয় > ভোটের আগে বিজেপি শাসিত রাজ্যে ৩ সপ্তাহে ২৯ শিশুমৃত্যু, বাড়ছে চাপ

ভোটের আগে বিজেপি শাসিত রাজ্যে ৩ সপ্তাহে ২৯ শিশুমৃত্যু, বাড়ছে চাপ


বিজেপি শাসিত মধ্যপ্রদেশ্ রাজ্যে বিগত ২১ দিনে ২৯ জন সদ্যোজাতের মৃত্যুর ঘটনায় রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে এই রাজ্যের  গুনা জেলা হাসপাতালে। এখানেই গত ২১ দিনে ২৯ জন সদ্যজাত শিশুর মৃত্যু হয়। শিশু মৃত্যুর কারণ হিসেবে মৃতদের পরিবার সূত্রে দাবি করা হয়েছে, হাসপাতালে উপযুক্ত চিকিৎসার অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এই অভিযোগ সম্পূর্ণ ভাবে নাকচ করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের মতে অতিন্ত সংকট জনক অবস্থায় শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়। এই অবস্থায় শিশদের বাঁচার কোনো সম্ভবনাই ছিলোনা কিন্তু হাসপাতালের পক্ষ থেকে চিকিৎসার কোনো ত্রুটি রাখা হয়নি। প্রয়োজনীয় সমস্ত রকম প্রচেষ্টাই করা হয়েছে। হাসপাতালের স্পেশ্যাল নিউবর্ন কেয়ার ইউনিটে শিশুদের ভর্তি রাখা হয়। কিন্তু সবরকম চেষ্টা ব্যর্থ করেই শিশু মৃত্যু হয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

উল্লেখ্য গত ১ সপ্তাহে মোট ৬ জন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের সকল অভিযোগ অস্বীকার করে পরিসংখ্যান সহযোগে ঐ হাসপাতালে কর্মরত জনৈক চিকিৎসক  জৈন বললেন, “২১ জুলাই পর্যন্ত ২৯ জন শিশুর মৃত্যু এমন কোনও বড় সংখ্যা নয়। কারণ শেষ তিন মাসে হাসপাতালে ৯৪৮ জন সদ্যোজাতর মধ্যে মাত্র ১১৮ জন শিশু মারা গিয়েছিল। তার আগে এপ্রিল মাসে ২৬ জন, মে মাসে ৪৩ জন ও জুন মাসে ৪৯ জন শিশুর মৃত্যু হয়েছে।”

রাজ্যের এই ঘটনার পরে স্বাভাবিক ভাবেই রাজ্য রাজনীতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি সরকার রাজ্যের পরিস্থিতি নিজের অনুকূলে রাখতে এমন পদক্ষেপ গ্রহণ করেছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!