এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আবার রাস্তায় নেমে বৃহত্তর আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়, এবার নজরে এনআরসি

আবার রাস্তায় নেমে বৃহত্তর আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়, এবার নজরে এনআরসি


2011 সালের আগে প্রায় বেশিরভাগ সময়ই মাঠে-ময়দানে দেখা যেত তৃণমূল নেত্রী তথা তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর তার ময়দানে নেমে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার ফলস্বরুপই তিনি 2011 সালের নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু 2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর সেইভাবে আর মাঠে, ময়দানে নামতে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে।

তবে রাজনীতিতে তার প্রবল বিরোধী বিজেপি কেন্দ্রের ক্ষমতা দখল করলে তাদের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়ে মাঝেমধ্যেই কলকাতার রাজপথে সাধারণ মানুষের সঙ্গে মিছিলে হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে দলের নেতা-নেত্রীদের দুর্নীতির জন্য জেল যাত্রা, এইসব ইস্যুতে এতদিন কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে রাজপথে অবতীর্ণ থাকতে দেখা গেছে বাংলার মুখ্যমন্ত্রীকে। আর এবার বাংলায় জাতীয় নাগরিক পঞ্জিকরন নিয়ে কেন্দ্রের শাসকদলের উদ্যোগকে চ্যালেঞ্জ জানাতে পথে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বস্তুত, কিছুদিন আগেই অসমে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। যেখানে সেই তালিকা থেকে বাদ গেছে প্রায় সাড়ে 19 লক্ষ নাগরিক। যার পরই দেশের সমস্ত বিরোধী দলগুলোর পক্ষ থেকে একজোট হয়ে এই ব্যাপারে কেন্দ্রের শাসকদলের প্রবল বিরোধিতায় সরব হওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে, বিজেপি বিরোধী সমস্ত দলগুলিকে এই ব্যাপারে একজোট হয়ে আন্দোলনের কথা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার নিজের দলকে রাস্তায় নামিয়ে এই এনআরসি ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে আরও সরব হতে চাইছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আগামী 12 তারিখ তৃণমূলের প্রতিবাদ মিছিলে কলকাতার রাজপথে হাঁটতে দেখা যাবে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে। জানা গেছে, উত্তর কলকাতার চিড়িয়ামোড় থেকে শ্যামবাজার পর্যন্ত এই মিছিল করবেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের মসনদ থেকে বিজেপিকে সরানোর জন্য বিভিন্ন ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সরব হয়ে সমস্ত বিজেপি বিরোধী দলগুলোকে একত্রিত করার চেষ্টা করেছিলেন তৃণমূল নেত্রী।

কিন্তু শেষ পর্যন্ত বিরোধী দলগুলো একত্রিত হলেও নির্বাচনে বিরোধীদেরকে কার্যত কোণঠাসা করে ফের দ্বিতীয়বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে মোদি সরকার। যার ফলে বিরোধীদের একতায় অনেকটা হলেও ভাটা পড়েছে। এবার দ্বিতীয়বারের জন্য কেন্দ্রের মোদি সরকার ক্ষমতায় এলেও বিভিন্ন ইস্যুতে তার বিরোধিতা করতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। যার সর্বশেষ সংযোজন এনআরসি এনআরসি।

এই এনআরসি প্রয়োগের পর বাংলার বিজেপি নেতারা এনআরসি প্রয়োগের দাবিতে সরব হয়েছেন। কিন্তু অসমে যেভাবে সাধারণ মানুষকে বিতাড়িত করার প্রয়াস দেখা গেছে, তা যাতে বাংলাতে না হয়, তার জন্য এবার বাঙালির ভাবাবেগকে উস্কে দিয়ে রাজপথে অবতীর্ণ হয়ে বিজেপির বিরুদ্ধে সরব হতে চাইছেন তৃণমূল নেত্রী বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নামলেও সাধারণ মানুষ এনআরসির পক্ষে নাকি বিপক্ষে যাবে, তা বোঝা যাবে আগামী নির্বাচনেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!