এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিজেপির কার্যালয় ভাঙ্গা ও দলীয় কর্মীদের মার, অভিযোগের তীর শাসকদলের দিকে

বিজেপির কার্যালয় ভাঙ্গা ও দলীয় কর্মীদের মার, অভিযোগের তীর শাসকদলের দিকে

কয়েকদিন আগে বিজেপির তরফ থেকে রাতে কোচবিহারের তুফানগঞ্জের কৃষ্ণপুরে দুই বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপি সূত্র ধরে জানা গেছে গুজরাত ও হিমাচল প্রদেশের বিধানসভা ভোটে সাফল্য লাভের আনন্দে স্থানীয় বুথ সভাপতির বাড়িতে বিজেপি কর্মীরা চড়ুইভাতির আয়োজন করেছিলেন। অভিযোগ সেই সময় তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী চড়াও হয় বিজেপি কর্মীদের উপর। ঘটনায় দুজন বিজেপি কর্মী আহত হয়েছে। যারমধ্যে একজনকে কোচবিহার এমজেএন হাসপাতালে গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয় এবং অন্য নেতাকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাসকদল তৃণমূল কংগ্রেস অবশ্য সব অভিযোগ নাকচ করে দিয়েছে। বিজেপির জেলা সভাপতি নিখিলরঞ্জন দে জানান তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী তাঁদের উপর আক্রমণ চালিয়ে তাঁদের দুই কর্মীকে জখম করেছে, কিন্তু বিজেপি মারামারির রাজনীতিতে বিশ্বাস করে না, আর তাই পাল্টা কোনো আক্রমণত্মক বিজেপির তরফ থেকে করা হয় নি। কিন্তু সেই সঙ্গে শাসকদলের কাছে তিনি এই সকল কাজ বন্ধ করবার অনুরোধ জানান। অন্যদিকে অপর এক ঘটনায়, তৃণমূল কংগ্রেস পরিচালিত দিনহাটা পুরসভার চেয়ারম্যান উদয়ন গুহের নেতৃত্বে বিজেপি কার্যালয়ের টিন ঝুলে থাকার অভিযোগে কার্যালয়টি ভেঙ্গে দেওয়া হয় বলেও বিজেপির তরফে অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে বিজেপি জেলা সভাপতি বলেন, দিনহাটায় কার্যালয় ভেঙে আমাদের আটকানো যাবে না। বিজেপির অভিযোগের ভিত্তিতে পুলিশের তরফ থেকে তদন্ত শুরু হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!