যাদের কোনো দেশপ্রেম নেই, তারাই এখন মুখ্যমন্ত্রীর বন্ধু, বিস্ফোরক দিলীপ ঘোষ বিশেষ খবর রাজ্য December 21, 2017 বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আক্রমণের তীর আরও একবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দিকে। স্পষ্টই বোঝা যাচ্ছে গুজরাটের ফল ঘোষণার পর হার্দিক প্যাটেলকে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানালেন বলে তিনি সত্যিই একটু ক্ষিপ্ত। দিলীপ ঘোষ তাঁর বক্তব্যে বলেন, “যারা রাজনীতির কিছুই শেখেনি, যাঁদের কোনও দেশপ্রেম পর্যন্ত নেই, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয়, জাত-পাত নিয়ে রাজনীতি করে, তাঁদেরকেই সেই হার্দিক প্যাটেল, জিগনেশ প্যাটেল, কানহাইয়াকুমার দেরই সমর্থন দিচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী। তাঁরাই বাংলার মুখ্যমন্ত্রীর বন্ধু। মমতা বন্দ্যোপাধ্যায় এখন ওদের ধরেই বাঁচার চেষ্টা করছেন।” তিনি আরো বলেন যে, ‘যাদের নিজের গ্রামের লোকই বিশ্বাস করে না, তাদের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন এখন মুখ্যমন্ত্রী। তার তো দরকার ছিল কংগ্রেসের রাহুল গান্ধীকে শুভেচ্ছা জানানোর। তা তিনি করেননি, কারণ তিনি জানেন কংগ্রেস এখন ডুবন্ত জাহাজ। তাদের আর কোনো ভবিষ্যত নেই। তাই তিনি এখন সিপিএম বিরোধীদের একজোট করার চেষ্টায় রয়েছেন।’ আপনার মতামত জানান -