এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > এবারের লোকসভায় কঠিন লড়াই বুঝেই কি হেভিওয়েট সাংসদ এখন থেকেই ঘাঁটি গেড়ে ‘ওয়াররুম’ সাজাচ্ছেন?

এবারের লোকসভায় কঠিন লড়াই বুঝেই কি হেভিওয়েট সাংসদ এখন থেকেই ঘাঁটি গেড়ে ‘ওয়াররুম’ সাজাচ্ছেন?

আনুষ্ঠানিকভাবে লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও উত্তর মালদহ কেন্দ্রের বর্তমান কংগ্রেস সাংসদ তথা আসন্ন লোকসভা কেন্দ্রে এই অঞ্চলের সাম্ভাব্য কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর এখন থেকেই নির্বাচন পরিচালনার জন্য আটঘাট বেঁধে ময়দানে নেমে পড়লেন। আর এই নির্বাচন পরিচালনার জন্য ইতিমধ্যেই উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের একদম মধ্যবর্তী অঞ্চল চাঁচলে একটি বাড়িও ভাড়া নিয়েছেন এই কংগ্রেস সাংসদ বলে সূত্রের খবর।

জানা গেছে, চাঁচল সদর বাসস্ট্যান্ডের কাছে এই বাড়িতে নির্বাচন চলাকালীন থাকবেন বর্তমান কংগ্রেস সাংসদ। পাশাপাশি এইখানে একটি নির্বাচনী অফিস, কর্মীদের থাকার ব্যবস্থা, নির্বাচন অফিস পরিচালনার ব্যবস্থাপনা, ইন্টারনেট সংযোগ সহ বিভিন্ন ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। বর্তমানে সংসদের শীতকালীন অধিবেশনের জন্য দিল্লি যেতে হবে মৌসম বেনজির নূরকে। ফিরতে ফিরতে জানুয়ারী মাস হয়ে যাবে তাঁর।

ফলে, ফিরেই যাতে তিনি নির্বাচনের কাজ শুরু করে দিতে পারেন সেজন্য চাঁচলের এই বাড়িটিকেই মনোনীত করে গেলেন তিনি। রাজনৈতিক মহলের মতে, পোড়খাওয়া এই কংগ্রেস নেত্রী ভালোই জানেন যে, বর্তমানে এই রাজ্যে কংগ্রেসের কিছুটা হলেও সংকট তৈরি হয়েছে। আর তাই আসন্ন লোকসভা নির্বাচনে যাতে সেই সংকটের প্রভাব তাঁর নির্বাচনী কেন্দ্রে না পড়ে সেজন্য এখন থেকেই ময়দানে নেমে যেতে চান তিনি।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২০১৬-এর বিধানসভা নির্বাচনে মালদা জেলায় কংগ্রেস ও সিপিএম বেশ ভালোই ফল করেছিল। কিন্তু সদ্য পঞ্চায়েত নির্বাচনে এই জেলায় দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস এবং সিপিএম জোটকে ধাক্কা দিয়ে সেখানে প্রবল সাফল্য পেয়েছে বিজেপি। দেখা গেছে, বিগত পঞ্চায়েত নির্বাচনে এই উত্তর মালদার দুটি পঞ্চায়েত সমিতি সহ ছটি জেলা পরিষদই বিজেপি দখল করেছে। আর তাই পঞ্চায়েতের মত মানুষের মনের এবং ভোটের প্রতিফলন যাতে লোকসভাতে না পড়ে সেজন্য এখন থেকেই ময়দানে নেমে পড়ে সেই মানুষের মন জয়ের চেষ্টায় মালদহের কংগ্রেস সাংসদ।

তবে শুধু বিজেপিই নয়, এই জেলায় যেভাবে উত্থান ঘটছে শাসকদল তৃণমূল কংগ্রেসের, তাতে সেই শাসকের বিজয়রথ ঠিক কিভাবে আটকানো যাবে তা নিয়েও চিন্তিত উত্তর মালদহের এই কংগ্রেস সাংসদ বলে মনে করা হচ্ছে। চাঁচলে নিজের নির্বাচনী কেন্দ্রের জন্য এখন থেকেই বাড়ি নিয়ে তাহলে কি আসন্ন লোকসভা নির্বাচনের জন্য নেমে পড়লেন তিনি? এদিন এই প্রসঙ্গে মালদহ কংগ্রেস জেলা কংগ্রেসের সভাপতি তথা উত্তর মালদহের কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নূর বলেন, “নির্বাচনের কাজ পরিচালনার সুবিধার জন্য প্রতিবারই শিবির করা হয়। এবার একটু আগে করা হয়েছে”।

তিনি আরও বলেন, “এমনিতেই সারা বছর আমি নেতা নেত্রীদের পাশাপাশি সাধারন মানুষের সাথেও যোগাযোগ রাখি। তাই ভৌগোলিক অবস্থানগত কারণেই এবার চাঁচলে থাকাটা উপযুক্ত মনে করে সেখানে একটি বাড়ি ভাড়া নিয়েছি”। কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে আদৌ এই উত্তর মালদহ আসনটি ধরে রাখতে পারবে কংগ্রেস? এদিন এই প্রসঙ্গে সেই মৌসম বেনজির নূর বলেন, “আমাদের প্রয়াত নেতা মালদহকে একটি সামাজিক মেলবন্ধনের আদর্শে বেঁধে গিয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে সাম্প্রদায়িক একটি দল সামাজিক বন্ধনকে কৌশলে নষ্ট করার চেষ্টা করছে। যা সত্যিই উদ্বেগজনক”।

সব মিলিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট না বাজতেই এবার নিজের সংসদ এলাকায় জনসংযোগের জন্য পৃথক বাড়ি ভাড়া নিলেন উত্তর মালদহের কংগ্রেস সংসদ মৌসম বেনজির নূর। ফলে, রাজনৈতিক মহলে জল্পনা – জাতীয় নির্বাচন কমিশন এখনও নির্বাচন নিয়ে মুখ না খুললেও, আদতে কিন্তু ভিতরে ভিতরে লোকসভা নির্বাচনের দামামা বেজেই গেল। আর তাই খুব শীঘ্রই মৌসম বেনজির নূরের মত অন্যান্য রাজনৈতিক দলের নেতা-নেত্রীরাও নির্বাচনের জন্য নিজেদের ওয়ার রুম সাজাতে আসরে নেমে পড়বেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!