এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার মমতার “হিম্মত” নিয়ে প্রশ্ন তুলে “ওপেন চ্যালেঞ্জ” ছুড়লেন দিলীপ ঘোষ! জানুন বিস্তারিত

এবার মমতার “হিম্মত” নিয়ে প্রশ্ন তুলে “ওপেন চ্যালেঞ্জ” ছুড়লেন দিলীপ ঘোষ! জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –ভয়াবহ দুর্যোগের পর বিভিন্ন জায়গায় সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রথম থেকেই ক্ষতিগ্রস্থদের সাহায্য করা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলতে শুরু করেছে বিরোধীরা। তৃণমূলের নিচুতলার জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে নানা জায়গায়। মানুষকে সাহায্য করার বদলে নিজেদের বাড়ির ক্ষতি দেখিয়ে তালিকায় নাম ঢুকিয়ে তৃনমূলের জনপ্রতিনিধিরা তাঁদের নিকটাত্মীয়দের সাহায্য পাইয়ে দিয়েছে বলে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে গেরুয়া শিবির‌।

তবে পরিস্থিতি সামাল দিতে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা দুর্নীতিকে বন্ধ করতে কোনো রকম রং না দেখে তাদের শোকজ করার প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। অর্থাৎ তৃণমূল বিরোধীদের কুৎসাকে কার্যত মোকাবিলা করে দুর্নীতিগ্রস্ত নেতাদের শোকজ করে প্রমাণ করতে চেয়েছে, তারা কোনোভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। তবে তৃণমূল তাদের ভাবমূর্তি উজ্জ্বল করতে এই কাজ করলেও তাকে গুরুত্ব দিতে নারাজ ভারতীয় জনতা পার্টি।

এবার এই দুর্নীতি নিয়ে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর, বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর সেখানেই বিজেপি পরিচালিত নানা পঞ্চায়েতের বিরুদ্ধে তৃণমূল যখন দুর্নীতির অভিযোগ করছে গেরুয়া শিবির, ঠিক তখনই সেই অভিযোগকে কার্যত নস্যাৎ করে দেন মেদিনীপুরের বিজেপি সাংসদ।

তিনি বলেন, “আমি প্রয়োজনে তৃণমূলের দুর্নীতিগ্রস্তদের নাম এখনই বলে দিতে পারব। যারা বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলছে, তারা তাদের নাম বলুক। আমরা তদন্ত করে নিশ্চয়ই ব্যবস্থা নেব।” কিন্তু তৃণমূলের যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে, তাদেরকে তো শোকজ করা হচ্ছে! তাহলে কেন বিজেপি বারবার তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “শুধু শোকজ করলে হবে না। আইনি ব্যবস্থা নিতে হবে। সবথেকে বেশি রেশনের চাল চুরির অভিযোগ উঠেছে জ্যোতিপ্রিয় মল্লিকের বিধানসভা কেন্দ্রে। তাই হিম্মত থাকলে ওর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেখাক।”

বিশেষজ্ঞরা বলছেন, বুধবার বিজেপির উত্তর 24 পরগনা জেলার নানা পঞ্চায়েতের নানা নেতা-নেত্রীর কথা তুলে ধরে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর এদিন বক্তব্য রাখতে গিয়ে রীতিমত সেই খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিজেপির রাজ্য সভাপতি বুঝিয়ে দিলেন যে, যদি ক্ষমতা থাকে, তাহলে রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তার জন্য রাজ্য সরকার তদন্ত করুক।

অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি এজন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত অস্বস্তিতে ফেলে দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে দিলীপ ঘোষের এই চ্যালেঞ্জ এখন মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করে নিজের দলের হেভিওয়েট মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরু করেন কিনা, তার দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!