এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মন্ত্রীর হাত ধরে বিজেপিতে বড়সড় ভাঙ্গন, ২০২১ এর আগে ক্রমশ চড়ছে দলবদলের পারদ!

মন্ত্রীর হাত ধরে বিজেপিতে বড়সড় ভাঙ্গন, ২০২১ এর আগে ক্রমশ চড়ছে দলবদলের পারদ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –এই মুহূর্তে বাংলার রাজনৈতিক কর্মকাণ্ড চলছে 2021 এর বিধানসভা নির্বাচনকে ঘিরে। ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক শিবিরগুলি নিজেদের ঘর গোছাতে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করছে বলে জানা যাচ্ছে। কিন্তু তার সাথেই চলছে অন্যের ঘর ভাঙার খেলা। 2019 এর লোকসভা নির্বাচনের পর থেকে বাংলায় বেশ শক্ত ঘাঁটি তৈরি করে বিরোধী দল বিজেপি। সে সময় রাজ্যের শাসক দল তৃণমূল বেশ কিছুটা ব্যাকফুটে পড়ে যায়। কিন্তু পরবর্তীতে আবারও তাঁরা পরিস্থিতি সামলে নিয়ে আপাতত ফ্রন্টফুটে।

ইতিমধ্যে বিজেপি শিবির থেকে সংগঠনকে মজবুত করতে করোনা আবহের মধ্যে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে বিধানসভা নির্বাচনের জন্য নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন অমিত শাহ সমেত বিজেপির কেন্দ্রীয় ও বঙ্গ নেতৃত্ব। অন্যদিকে পিছিয়ে নেই তৃণমূল শিবিরও। একুশের বিধানসভা আবারও নিজেদের দখলে রাখতেই রীতিমতো উঠেপড়ে লেগেছে শাসক শিবির।

লোকসভা নির্বাচনের পরেই তৃণমূল নেত্রী দ্বারস্থ হয়েছিলেন ভোট কৌঁশলী প্রশান্ত কিশোরের। তাঁর কথা অনুযায়ী এবার আগামীদিনের ব্লু প্রিন্ট তৈরি করছে তৃণমূল শিবির বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই অনুযায়ী এবার বাংলার যুব শক্তিকে কাজে লাগানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। অন্যদিকে তৃণমূল সুপ্রিমো প্রায় দিনই জেলার নেতাদের নিয়ে ভিডিও বৈঠক করছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার পরামর্শ দিয়ে যাচ্ছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনকি গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে নিয়ে সংগঠনকে আরো মজবুত করে তোলার নির্দেশ দিচ্ছেন। অন্যদিকে নিজেদের প্রস্তুতি নেওয়ার সাথে সাথে গেরুয়া দুর্গেও যখন-তখন ধাক্কা মারছে ঘাসফুল শিবির। এদিন ফের হাওড়ায় পদ্ম ও কংগ্রেস শিবিরে ভাঙন ধারালো তৃণমূল। বিজেপি ও কংগ্রেস ছেড়ে এবার তৃণমূলে যোগ দিলেন প্রায় চার শতাধিক কর্মী সমর্থক। কর্মী-সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সদর সভাপতি মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের অনেকেই।

জানা যাচ্ছে এদিন হাওড়ার পাঁচপাড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি ও কংগ্রেস সদস্যা, দক্ষিণ হাওড়া ৩ নম্বর মন্ডল বিজেপি নেতৃবৃন্দ, দক্ষিণ হাওড়া ৩ নম্বর মন্ডল বিজেপি যুবমোর্চা নেতৃবৃন্দ, ৪১ নম্বর ওয়ার্ড বিজেপি যুবমোর্চা নেতৃবৃন্দ সহ চার শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।

অরূপ রায় দাবি করেন , “এরা আমাদের দলে যোগদান করতে চেয়ে আবেদন জানিয়েছিলেন। আমরা স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে এদের দলে নিলাম।তৃণমূলের নীতি, আদর্শ, শৃঙ্খলা মেনে দল করবেন এনারা।”এদিকে বিজেপির দাবি ভয় দেখিয়ে নিয়ে গেছে, তবে লাভ নেই ২০২১ এ আর দলটাই থাকবে না। অন্যদিকে, তৃণমূলের দাবি, সাধারণ মানুষ বুঝে গিয়েছে বিজেপি শুধু মুখেই ভাষণ দেয় ,যা কাজ করার দিদিই করে তাই দিদির সাথেই সাধারণ মানুষ আছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!