এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আগামী বিধানসভা নির্বাচনে কি রাজ্য বিজেপির মুখ হতে চলেছেন তথাগত রায়? মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে বৈঠকে বাড়লো জল্পনা

আগামী বিধানসভা নির্বাচনে কি রাজ্য বিজেপির মুখ হতে চলেছেন তথাগত রায়? মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে বৈঠকে বাড়লো জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তথাগত রায় বাংলার রাজনীতির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। একসময় তিনি বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন, পরবর্তীকালে হয়েছেন ত্রিপুরার রাজ্যপাল, তারপর মেঘালয়। সম্প্রতি মেঘালয়ের রাজ্যপালের থেকে তিনি অব্যাহতি লাভ করেছেন। একজন পোড়খাওয়া রাজনীতিবিদ ছাড়াও বেশকিছু রাজনীতি বিষয়ক গ্রন্থ প্রণেতা ও সেইসঙ্গে একজন বিখ্যাত বক্তাও তিনি। রাজনীতির প্রতি প্রচন্ড উৎসাহী তাৎক্ষাগত বাবু রাজ্যপাল পদে থাকাকালীনই পশ্চিমবঙ্গের প্রত্যক্ষ রাজনীতিতে তথা বিজেপি দলের সঙ্গে নিজেকে অঙ্গাঙ্গিভাবে যুক্ত করার ইচ্ছা কিছুদিন আগে প্রকাশ করেছিলেন।

এরপর রাজ্যপাল পদ থেকে অব্যাহতির সঙ্গে সঙ্গেই, গত রবিবার বিকেলে তিনি ফিরে এলেন কলকাতায়। কলকাতায় বিমানবন্দরের যখন তাকে স্বাগত জানানো হয়েছিল সেসময় তিনি জানিয়েছিলেন যে, আগামী অল্প কিছু দিনের মধ্যেই বাংলা রাজনীতি ময়দানে তিনি সক্রিয়ভাবে পদার্পণ করতে চলেছেন। আর এ ব্যাপারে তাঁর দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বর সঙ্গে ইতিমধ্যেই প্রয়োজনীয় বাক্যালাপও হয়ে গেছে। এবার তারই প্রতিফলন দেখা যাচ্ছে।

প্রসঙ্গত ইতিপূর্বেই তথাগত বাবু জানিয়েছিলেন যে, আগামী তিন-চার দিনের মধ্যেই তিনি গুরুত্বপূর্ণ বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করে, দলে তার করণীয় কর্তব্যের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চলেছেন। সেই মতো গতকাল সোমবারে তিনি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য নেতা নেতা মুকুল রায়, ও রাজ্য বিজেপি দলের পর্যবেক্ষক ও কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে দেখা করে দলে তাঁর আগামী রূপরেখা নির্ধারণের বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন বলে জানিয়েছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত গতকাল সোমবার দুপুরেই প্রাক্তন রাজ্যপাল বিজেপি নেতা মুকুল রায় ও কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় সঙ্গে যোগাযোগ করেছেন। বিজেপি সূত্র থেকে জানানো হয়েছে যে, গত কালই বিজেপির একটি বিশেষ দলীয় কার্যালয়ে গিয়েছিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। সেখানেই মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়র সঙ্গে সাক্ষাৎ ও দলের ভবিষ্যৎ কর্মপদ্ধতি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সেরে নিয়েছেন তিনি।

প্রসঙ্গত, অল্প কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন যে, পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে যথেষ্ট ইচ্ছুক আছেন তিনি। তবে এ প্রসঙ্গে গতকাল কেন্দ্রীয় নেতা তথা পশ্চিমবঙ্গ বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি দল থেকে কোন মুখ্যমন্ত্রী মুখ করা হবে না। অর্থাৎ মুখহীন ভাবেই বিজেপি আগামী নির্বাচনে লড়তে চলেছে। কিন্তু তথাগত বাবুর মতো একজন হেভিওয়েট দলে ও রাজনীতিতে প্রত্যাবর্তনের ব্যাপারটি কিন্তু তুচ্ছ ব্যাপার নয়।

বিজেপি সূত্রে জানা গেছে, প্রাক্তন রাজ্যপালকে নিয়ে আজকের মধ্যেই সম্ভবত বিজেপি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে। কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়ের সঙ্গে আলোচনার পরেই তাদের সিদ্ধান্ত তাঁরা জানাতে চলেছেন বিজেপির শীর্ষ নেতৃত্বদের। তারপরই বিজেপি দলে প্রাক্তন রাজ্যপালর রূপরেখার বিষয়ে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!