এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলে এলেন সায়নী ঘোষ- মানতে না পেরে সোশ্যাল মিডিয়ায় হতাশা প্রকাশ আরেক অভিনেত্রীর, যথারীতি শুরু নতুন বিতর্ক

তৃণমূলে এলেন সায়নী ঘোষ- মানতে না পেরে সোশ্যাল মিডিয়ায় হতাশা প্রকাশ আরেক অভিনেত্রীর, যথারীতি শুরু নতুন বিতর্ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কখন যে কার মনে কিভাবে রাজনৈতিক সমীকরণ বদলে যায়, তা বোঝা দায়। একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে হামেশাই দেখা যাচ্ছে যোগদান শিবির হচ্ছে কখনো তৃণমূলের এবং বা কখনো গেরুয়া শিবিরের। রাজনীতি থেকে সমাজের সমস্ত স্তরের তারকাদের দেখা যাচ্ছে কখনও গেরুয়া শিবিরে যোগদান করছেন, আবার কখনো দেখা যাচ্ছে তৃণমূল শিবিরে যোগদান করতে। আজকে হুগলির সাহাগঞ্জে মমতা বন্দোপাধ্যায়ের জনসভা থেকে দলীয় পতাকা হাতে তুলে নিলেন টালিগঞ্জের একঝাঁক তারকা। তার মধ্যে অন্যতম ছিলেন সায়নী ঘোষ। আর এখানেই শুরু হয়েছে বিতর্ক। সায়নীর তৃণমূলে যাওয়া মানতে পারলেন না আরেক জনপ্রিয় অভিনেত্রী।

বরাবরই সায়নী ঘোষ বাম মনোভাবাপন্ন ছিলেন। সেই পরিপ্রেক্ষিতে একসময় পথে নেমে তৃণমূলের বিরুদ্ধে মুখও খুলেছিলেন তিনি। প্রসঙ্গত, ‘ভবিষ্যতের ভূত’ ছবিটির মুক্তির বিষয়ে বাধা সৃষ্টি করা হলে সে সময় টালিগঞ্জের বেশকিছু তারকা রাজ্যের শাসক শিবিরের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। আর তাঁদের মধ্যে অন্যতম ছিলেন সায়নী ঘোষ। সেই সায়নী ঘোষকে আজকে দেখা গেল তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করতে। স্বাভাবিকভাবে টলিপাড়ায় শুরু হয়েছে জোরদার সমালোচনা। অন্যদিকে ইতিমধ্যে সায়নী ঘোষকে কটাক্ষ করলেন টালিগঞ্জের আরও এক অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মূলত বাম ঘেঁষা বলেই পরিচিত শ্রীলেখা। এদিন সায়নী ঘোষের তৃণমূলে যোগদান নিয়ে শ্রীলেখা মিত্র তাঁর হতাশা প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে সায়নী ছাড়াও তৃণমূলে যোগদান করেছেন য়াজ রাজ চক্রবর্তী, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, সুদেষ্ণা রায়, মানালি দে, ক্রিকেটার মনোজ তিওয়ারি, ফুটবলার সৌমিক দে সহ অনেকেই। এদের মধ্যে অনেকেই অবশ্য তৃণমূলে আগে থেকেই ছিলেন, শুধু সরকারিভাবে ঘোষণা বাকি ছিল। অন্যদিকে সায়নী ঘোষ যে তৃণমূলে আসবেন, তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগেই। কিছুদিন আগেই সায়নী ঘোষ এবং বিজেপির তথাগত রায়ের বাকযুদ্ধে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জ্জী কিন্তু সায়নীর পাশে দাঁড়িয়েছিলেন।

আবার কিছুদিন আগে মদন মিত্রর সঙ্গে এক মঞ্চে থেকে সায়নীকে তৃণমূল নেত্রীর ভূয়সী প্রশংসা করতে শোনা যায়। তাই সায়নী ঘোষের তৃণমূলে যোগদান খুব একটা অস্বাভাবিক নয় বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। সাইনীর বিরুদ্ধে ব্যাপক সমালোচনা হলেও তিনি নিজে এখনো পর্যন্ত তৃণমূলে যোগ দেওয়ার কারণ হিসাবে কিছুই বলেননি। আপাতত আগামী দিনের রাজনৈতিক যুদ্ধে সায়নী ঘোষ কতটা কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারেন তৃণমূলের হয়ে, সেদিকে নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!