গোষ্ঠীদ্বন্দ্বে ফের উতপ্ত হলো বাসন্তী রাজ্য February 27, 2018 দলনেত্রীর নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ফের উত্তপ্ত হলো বাসন্তীগোষ্ঠীদ্বন্দ্বে ফের উতপ্ত হলো বাসন্তী । সোমবার বাসন্তী এলাকায় আবার ও খালের দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনার সাক্ষী হলো এলাকাবাসী। বাসন্তী থানার মসজিদবাটি গ্রামে স্থানীয় একটি খালের দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে গুরুতর জখম হলেন ৮ জন । এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে চিকিৎসার জন্যে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বাসন্তী এলাকায় ধারাবাহিক গোষ্ঠীদ্বন্দের ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গতঃ বিভিন্ন জনসভায় দেওয়া ভাষণে, তিনি বারবার এই কথা জানিয়েছেন যে দলের ভেতরকার সমস্যা দলীয় সদস্যদের আলোচনার ভিত্তিতে মীমাংসা করা যায়। আপনার মতামত জানান -