এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফের বসতে চলেছে তৃণমূলের কোর কমিটির বৈঠক

ফের বসতে চলেছে তৃণমূলের কোর কমিটির বৈঠক


আসন্ন রাজ্যসভা ও পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে আগামী নয় মার্চ নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক ডাকলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে দলের সব ব্লক সভাপতি, বিধায়ক, সাংসদকে আমন্ত্রণ জানানো হয়েছে। ঐ দিন রাজ্যে উন্নয়নের যে কাজ চলছে তা সমাজের সর্ব ক্ষেত্রে মানুষের আদৌও কোনও উপকারে লাগছে কি না সেই বিষয়ে প্রস্তুত রিপোর্টগুলিও খতিয়ে দেখা হবে এমনটা জানা যাচ্ছে। এই বিষয়ে ভারপ্রাপ্ত নেতারা হলেন সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, পার্থ চট্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। ৯ তারিখের এই বৈঠক কে কেন্দ্র করে নানা রাজনৈতিক মহলে জল্পনা চলছে। এমনকি রাজ্যসভায় প্রার্থী হিসেবে জয়া বচ্চন, সুবোধ সরকার সহ বিভিন্ন নামের ভাবনাও উঠে আসছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!