এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েত নির্বাচন নিয়ে মুকুলকে ওপেন চ্যালেঞ্জ জানালেন মমতার মন্ত্রী

পঞ্চায়েত নির্বাচন নিয়ে মুকুলকে ওপেন চ্যালেঞ্জ জানালেন মমতার মন্ত্রী


একটা গ্রাম পঞ্চায়েত যদি দখল করে নিতে পারে, আমি সবকিছু ছেড়ে সন্ন্যাস নিয়ে নেব।পঞ্চায়েত নিবাচন নিয়ে এমনই ওপেন চ্যালেঞ্জ জানালেন খাদ্যওপেন চ্যালেঞ্জ জানালেন জ্যোাতিপ্রিয় মল্লিক।আগামীকাল বারাসতে প্রশাসনিক বৈঠক ও যাত্রা উংসবের উদ্বোধন করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের প্রস্তুতি খতিয়ে দেখতে এদিন বিকালে খাদ্যমন্ত্রী জ্যোাতিপ্রিয় মল্লিক ও নির্মল ঘোষ যান বারাসত কাছারি ময়দান চত্বরে। সেখানেই বিজেপি নেতা মুকুল রায় কে আক্রমন করে জ্যোতিপ্রিয়বাবু বললেন, “মুকুল আগে নিজের সাইজ়টা দেখে নিক। মুকুলের ক্ষমতা বা কি করতে পারে সে বিষয়ে নির্মল ঘোষ, জ্যোতিপ্রিয় মল্লিকরা খুব ভালো করে জানে। মুকুল হল মুখেন মারিতং জগৎ। ও মুখে মুখে বিশ্বৃজয় করে নেবে। এমনকী মুখে মুখে রাষ্ট্রসংঘে চলে যাবে বা অ্যামেরিকার রাষ্ট্রপতি হয়ে যাবে। মুকুলকে আমরা খুল ভালো করে কাছ থেকে চিনি। আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ১৯৯টার মধ্যে একটা গ্রাম পঞ্চায়েত যদি দখল করে নিতে পারে, আমি সবকিছু ছেড়ে সন্ন্যাস নিয়ে নেব।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!