এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনা আবহে এবার বড়সড় স্বস্তি দিয়ে সুখবর এল সৌরভ গাঙ্গুলির জন্য? জেনে নিন বিস্তারিত ভাবে

করোনা আবহে এবার বড়সড় স্বস্তি দিয়ে সুখবর এল সৌরভ গাঙ্গুলির জন্য? জেনে নিন বিস্তারিত ভাবে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি আইপিএলের খেলা নিয়ে তদারকি করতে দুবাই যাওয়ার কথা ছিল সৌরভ গাঙ্গুলির। সেইসঙ্গে যাওয়ার আগে নিয়মমাফিক করনা পরীক্ষার খবর সামনে আসে। তবে এরই মধ্যে বিসিসিআই প্রেসিডেন্টের জন্য সুখবর নিয়ে এল বোর্ড। জানা গেছে চলতি মাসের ৩০ তারিখ বোর্ডের যে বার্ষিক সভা হওয়ার কথা ছিল, সেটা আপাতত স্থগিত করা হচ্ছে। বস্তুত, করোনা ভাইরাসের কারণে এখন সমস্ত কাজই হচ্ছে বাড়ি বসে, ভার্চুয়ালি। সেখানে বোর্ডের সভা হওয়ার কথা ছিল অনলাইনে। কিন্তু আপাতত তেমন ভাবে সভা করা সম্ভব না বলে জানিয়ে দিয়েছে বোর্ড কর্তারা। সেইসঙ্গে সভা না হওয়ায় বোর্ডের নির্বাচন পিছিয়ে গেছে। তাই বিসিসিআইয়ে সৌরভের জন্য সময় অনেক বেড়ে গেছে বলেই জানা গেছে।

অন্যদিকে জানা গেছে, বোর্ডের নির্বাচন পিছিয়ে যাওয়ায়, পিছিয়ে গেছে রাজ্যেরও নির্বাচন। তামিলনাড়ু সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী, প্রতি বছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে বোর্ডকে বার্ষিক সভা করতে হয়। তবে এবার সম্ভবত করোনা প্রকোপের জন্যই তা তিন মাস পর্যন্ত পিছনোর অনুমতি দেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। বোর্ডের তরফে জানা গেছে, ডিসেম্বরের আগে বোর্ড সাধারণ সভা হওয়ার কোনও সম্ভাবনা নেই। ফলে সৌরভ গাঙ্গুলি আপাতত যে থাকছেন, সেই কথাই প্রমাণ হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, লোধা কমিশনের নিয়ম অনুযায়ী, বিসিসিআইয়ে টানা ৬ বছর থাকার পর সেই। ব্যক্তিটিকে ৩ বছরের বাধ্যতামূলক অবসর নিতে হয়। এই সময়কালটা কেই বলে ‘ কুলিং অফ পিরিয়ড ‘। আর ইতিমধ্যেই বিসিসিআই সভাপতি পদে সৌরভ গাঙ্গুলী কাটিয়ে ফেলেছেন ৬টা বছর। যার মধ্যে সিএবি তে প্রথম ১ বছর সচিব পদে এবং পরে প্রেসিডেন্টের পদে ৫ বছর কাটিয়েছেন তিনি। অন্যদিকে, জয় শাহ গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন এর যুগ্ম সচিব পদে আসেন ২০১৩ সালে। ফলত সৌরভ গাঙ্গুলী এবং জয় শাহ এর ক্ষেত্রেও সেই সময়টা পেরিয়ে গেছে বলেই জানা যায়।

এই অবস্থায় আগের বছর এজিএমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ৬ বছরের পরিবর্তন করা যাবে না। তাই একটি মামলা করার সিদ্বান্ত নেওয়া হয়। সেই সঙ্গে ২২ শে জুলাই মামলাটি সুপ্রিম কোর্টে ওঠে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলাটির শুনানি করে। গত মাসে যেটি হওয়ার কথা ছিল। তবে আপাতত সেই ফায়সালাও হয়নি বলে জানা গেছে। এদিকে নির্বাচন নিয়ে এই সিদ্ধান্তের পর আপাতত সৌরভ গাঙ্গুলির ক্ষেত্রে এখনই যে কিছুই পাল্টাবে না সেই নিয়েই খুশি অনুরাগীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!