এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > থানায় বিজেপি কর্মীর মৃত্যুতে পরিবার সিবিআই দাবি করতেই তড়িঘড়ি সিআইডি তদন্তের ব্যবস্থা রাজ্যের

থানায় বিজেপি কর্মীর মৃত্যুতে পরিবার সিবিআই দাবি করতেই তড়িঘড়ি সিআইডি তদন্তের ব্যবস্থা রাজ্যের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যখন যারা রাজ্য সরকারে থাকেন, তখন তারা যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে সিআইডির ওপর বেশি ভরসা করতে শুরু করেন। তবে সিবিআই তদন্তের ওপর সবথেকে বেশি ভরসা করতে দেখা যায় বিরোধী রাজনৈতিক দলগুলোকে। যা নিয়ে রাজ্যের শাসক দল বনাম বিরোধী দলের মধ্যে তরজা বিভিন্ন সময় চরম আকার ধারণ করেছিল। সম্প্রতি বিজেপি কর্মী অনুপ রায়ের মৃত্যুর ঘটনায় বিজেপির পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছিল। কিন্তু তার বিরোধিতা করে এবার সেই বিজেপি কর্মীর মৃত্যুতে তদন্তের দায়িত্ব নিল সিআইডি। সূত্র মারফত খবর, শুক্রবার দুপুরে সরকারের তরফে এই নির্দেশিকা জানানো হয়। যার ফলে এখন সিআইডি তদন্তের কথা রাজ্য জানানোয় বিজেপির তরফে তীব্র প্রতিবাদ করা হবে বলে দাবি ওয়াকিবহাল মহলের।

প্রসঙ্গত উল্লেখ্য, গত 2 সেপ্টেম্বর ইটাহারের নন্দনগ্রামের বাসিন্দা অনুপ রায়কে রায়গঞ্জ থানায় নিয়ে আসা হয়। আর এরপরই তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। যার পরেই অনুপবাবুর মৃত্যু হয় বলে খবর। পরবর্তীতে সেই বিজেপি কর্মীর ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়। আর এরপর থেকেই সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। আর এবার সেই সিআইডির হাতে তদন্ত যাওয়ার পর মৃত বিজেপি কর্মীর পরিবার এবং বিজেপির পক্ষ থেকে নানা প্রশ্ন তোলা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে মৃত বিজেপি কর্মীর অনুপ রায়ের মা গীতাদেবী বলেন, “আমরা এখনও সিবিআই তদন্ত চাইছি। সেজন্য আগামীতে প্রয়োজন হলে দিল্লি গিয়ে দরবার করতে হলে, তা করতেও রাজি।” এদিকে এই ব্যাপারে বিজেপিও সিআইডি তদন্তের বিরুদ্ধে সরব হয়েছে। এদিন এই ব্যাপারে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সম্পাদক বাসুদেব সরকার বলেন, “সিআইডি নয়, সিবিআই তদন্তের দাবিতে আমরা এখনও অনড় রয়েছি।”

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিজেপির পক্ষ থেকে প্রায়শই অভিযোগ করা হয়, সিআইডি রাজ্য সরকারের কথায় চলে। তাই তারা সিবিআই তদন্তের দাবি জানান। কিন্তু এবার যেভাবে সিআইডি তদন্তের পরেও তার ব্যাপারে আপত্তি জানাল রাজ্য, তাতে নতুন করে চাঞ্চল্য ছড়াতে শুরু করল‌। এখন বিজেপির বিরোধিতার পর বিজেপি কর্মীর মৃত্যুর তদন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!