এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভাইপোর ওপরে ভরসা হারাচ্ছেন মমতা? দিল্লি চলো নিয়ে তীব্র কটাক্ষ বিজেপির!

ভাইপোর ওপরে ভরসা হারাচ্ছেন মমতা? দিল্লি চলো নিয়ে তীব্র কটাক্ষ বিজেপির!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কিছুদিন আগেই ভাইপোকে দিল্লি পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চেষ্টা করেছিলেন, তার ভাইপো যাতে সর্বভারতীয় স্তরে একজন নেতা হয়ে ওঠে। কিন্তু নেতৃত্ব দিতে গিয়ে সামান্য দিল্লী পুলিশের বাঁশির শব্দ শুনেই ভাইপোর নেতৃত্বে তার বাহিনীকে এলাকা ছাড়তে দেখা গিয়েছে। এরা নাকি আবার দেশকে নেতৃত্ব দেবে! কিছুদিন আগেই তৃণমূলের যুবরাজের নেতৃত্বে দিল্লি অভিযান নিয়ে এমনই সব কথা বলতে দেখা গিয়েছিল বিজেপি নেতাদের। তবে আজ আবার নেতাজি ইন্ডোরে দলের কর্মসূচি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করলেন, তিনি নাকি এবার দিল্লি যাবেন। কিন্তু কোথায় গেলেন তার সর্বভারতীয় ভাইপো? কেন তার হাতে এই দিল্লি অভিযানের দায়িত্ব না দিয়ে নিজেই নেতৃত্ব দেওয়ার কথা বললেন তৃণমূল নেত্রী? ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি।

প্রসঙ্গত, এদিন নেতাজি ইন্ডোরের সভা থেকে আগামী দিনে আবার দিল্লি যাওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য তার কাছে সময় চাইব। ডিসেম্বর মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের মধ্যে আমি দিল্লি যাব।” আর এখানেই একাংশের প্রশ্ন, এদিনের সভায় তো অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত ছিলেন শারীরিক অসুস্থতার কথা বলে। তার দ্রুত সুস্থতা সকলেই প্রার্থনা করছেন। কিন্তু একবার যুবরাজের নেতৃত্বে দিল্লি অভিযান দেখে কি তার ওপর ভরসা হারিয়ে ফেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তাই কি এবার নিজেই সমস্ত রাশ নিজের হাতেই নিয়ে নিলেন!

অনেকে আবার বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন, তিনি বাম আমলে আন্দোলন করলেও, পাতি নেতা তার ভাইপো কোনো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না। তাই তার নেতৃত্বে দিল্লিতে অভিযান হলেও, বিজেপি সেটাকে গুরুত্ব হিসেবে দেখতে চায়নি। বরঞ্চ ভয় পেয়ে ভাইপো চলে এসেছে বলেই দাবি করা হয়েছিল। তাই নিজেই ময়দানে নেমে এখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আবার নতুন নাটক শুরু করে দিলেন তৃণমূল নেত্রী বলেই দাবি একাংশের।

ইতিমধ্যেই গোটা বিষয় নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। তাদের দাবি, পিসি আর ভাইপো যেই দিল্লি যান না কেন, তাদের উদ্দেশ্য পূরণ হবে না। মানুষের টাকা চুরি করে তারা এখন নতুন নাটক তৈরি করেছেন। ভাইপোর হাতে দলের সমস্ত রাশ চলে যাওয়ার কারণে পিসি ভয় পাচ্ছেন। তাই এখন মান অভিমানের পালা চলছে। সেই কারণে সর্বভারতীয় নেত্রী হওয়ার জন্য এখন মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোকে সরিয়ে নিজে কম্পিটিশনে এসে দিল্লি যাত্রার ঘোষণা করছেন। কিন্তু এসব নিয়ে তৃণমূল কর্মীরা চিন্তিত হতে পারেন। সাধারণ মানুষ মোটেই ভাবিত নয়। সকলেই মুখিয়ে আছেন, তৃণমূলকে আগামী লোকসভায় মুখের মত জবাব দেওয়ার জন্য বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন। কিন্তু ভাইপোর নেতৃত্বে দিল্লি অভিযানের পর গোটা দেশে তৃণমূল দলের নেতৃত্ব ধীরে ধীরে তার ভাইপোর হাতেই চলে যাচ্ছে, এমন একটা আওয়াজ উঠতে শুরু করেছিল। ফলে নিজের জায়গা হারাতে শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এটা তিনিও খুব ভালো মত বুঝতে পেরেছেন। তাই এখন নিজেই দিল্লি অভিযানের কথা বলে খবরের শিরোনামে টিকে থাকার চেষ্টা করছেন। আসলে এটা পিসি ভাইপোর মধ্যে সাময়িক মান অভিমানের পালা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি চলো অভিযানের ঘোষনার পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!