বাইচুং ভুটিয়ার দলত্যাগ প্রসঙ্গে মুখ খুললেন মুকুল রায় রাজ্য February 27, 2018 সোমবারই টুইট করে নিজেকে তৃণমূল কংগ্রেস থেকে সরিয়ে নিয়েছেন ভারতীয় ফুটবলের ‘পাহাড়ি বিছে’ ৷ কলকাতায় এরপরই রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। কি কারণে দল ছেড়েছেন.তবে কি বিজেপিতে যাবেন। এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন অনেকে। এবার মুকুল রায় মুখ খুললেন। এদিন বিজেপি নেতা মুকুল রায় বলেন, “উনি তৃণমূলের হয়ে দাঁড়াতে রাজি ছিলেন না। তৃণমূলের প্রতি অখুশি ছিলেন। তাই দল ছেড়ে দিয়েছেন।” তবে তিনি বিজেপিতে আসছেন কিনা তা নিয়ে কিছু জানান নি মুকুলবাবু । আপনার মতামত জানান -