এখন পড়ছেন
হোম > রাজ্য > মুকুল পুত্রের গড়ে আক্রান্ত তৃণমূল নেতা,ফের মাথাচাড়া দিলো দুষ্কৃতী রাজের তত্ত্ব

মুকুল পুত্রের গড়ে আক্রান্ত তৃণমূল নেতা,ফের মাথাচাড়া দিলো দুষ্কৃতী রাজের তত্ত্ব


বীজপুর একদা তৃণমূলের দুই নম্বর ও বর্তমান বিজেপি নেতা মুকুল রায়ের পুত্র শুভাংশু -র এলাকা। মুকুলবাবু তৃণমূল ছাড়ার পরে শুভাংশু বাবু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জানিয়েছিলেন যে বিজ্পুরের দুষ্কৃতী রাজ্ চলছে ও তাকে খুন করার চেষ্টা হচ্ছে। এই নিয়ে কম জলঘোলা হয়নি। এবার ফের সেই বিষয়টি মাথাচাড়া দিয়ে উঠলো।
সোমবার বিকেলে উত্তর ২৪ পরগনার বীজপুর থানার হালিশহর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বেদপুকুর এলাকায় অসামাজিক কাজের প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন হালিশহরের তৃণমূল নেতা প্রবীর সরকার ও তাঁর অনুগামী ছ’জন তৃণমূল কর্মী সমর্থক।ঘটনার ফলে এরা সকলেই কম বেশি আহত হয়েছেন। প্রবীরবাবু এই নিয়ে বলেন যে, ‘আমি ও আমার দলের কর্মীরা যখন একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম, সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী আমাদের উপর হামলা করে৷ আমার গাড়িটি ওরা ভেঙে দেয়৷ আমাদের কর্মীদের লক্ষ্য করে প্রকাশ্যে অন্তত নয় রাউন্ড ওরা গুলি চালায়৷ আমাকে বাঁচাতে গিয়ে আমার দলের এক কর্মী গুরুতর জখম হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷’’
ঘটনার পরে বিজপুর থানার পুলিশ দুষ্কৃতীদলকে ধাওয়া করে দু’জনকে গ্রেফতার করে। প্রসঙ্গতঃ স্থানীয় সূত্রের পাওয়া খবর অনুসারে তৃণমূল নেতা প্রবীর সরকার নিজের অনুগামীদের নিয়ে সম্প্রতি হালিশহর অঞ্চলে হঠাৎ গজিয়ে ওঠা লোটো এবং অবৈধ মদের ঠেক ভাঙচুর করেছিলেন৷ সেই ঘটনার প্রতিশোধ নিতেই দুষ্কৃতীদল প্রবীর সরকার ও তার অনুগামীদের উপর হামলা চালিয়েছে ৷

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!