দোলের আগে রাজ্য সরকারি কর্মীদের বড় উপহার দিলেন মুখ্যমন্ত্রী রাজ্য February 27, 2018 রাজ্য সরকারি কর্মচারীদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন উৎসবের উপহার। এই উপহার আর কিছুই নয় রাজ্য সরকারি কর্মচারীদের জন্যে দোল উৎসব ও হোলির জন্য দুদিন ছুটি ঘোষণা করল রাজ্য। সোমবার নবান্নে প্রকাশিত ছুটির নির্দেশিকায় এবার দোল ও হোলি উপলক্ষে দুটিন ছুটি রয়েছে। প্রসঙ্গতঃ বৃহস্পতিবার দোল আর শুক্রবার হোলি উপলক্ষে দুদিন ছুটি। তারপরের দুদিন শনিবার ও রবিবার। ফলে টানা চারদিন ছুটি পেয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা। উল্লেখ্য ২০১৭র দুর্গা পূজোর সময়ও এইরকম একটানা ছুটির আনন্দ উপভোগ করেছেন রাজ্য সরকারী কর্মচারীরা। মনে করা হচ্ছে রাজ্য সরকারী কর্মচারীদের উৎসবে যোগদানের সুযোগ করে দেওয়ার জন্যেই সরকারের এই পদক্ষেপ। আপনার মতামত জানান -