এখন পড়ছেন
হোম > রাজ্য > বাকি আর মাত্র ২৪ ঘন্টা – মুখ্যমন্ত্রীর স্বপ্নের কার্নিভাল ঘিরে সাজো সাজো রব প্রশাসনিক মহলে

বাকি আর মাত্র ২৪ ঘন্টা – মুখ্যমন্ত্রীর স্বপ্নের কার্নিভাল ঘিরে সাজো সাজো রব প্রশাসনিক মহলে

প্রতি বছরের মতো এবছরও বিশ্ব বাংলা শারদ সম্মানে ভূষিত পুজো কমিটি গুলো অংশ নিতে চলেছে কার্নিভালে। কোলকাতা এবং আশেপাশের ৭২ টি প্রতিমা রেডরোডে আয়োজিত কার্নিভালে অংশগ্রহণ করতে চলছে। শোভাযাত্রার পরই গঙ্গার ঘাটে নিজেদের মতো করে বিসর্জন দিতে পারবে পুজো কমিটিগুলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত কার্নিভালকে ঘিরে এ বারে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে বিদেশিদের মধ্যেও। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ নিজেদের কাজকর্ম ছেড়ে কোলকাতার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন শুধুমাত্র এই বিশ্ববিখ্যাত কার্নিভাল চাক্ষুষ করবেন বলে। আর মাত্র ২৪ ঘন্টার অপেক্ষা! রেড রোডে চলছে কার্নিভালের আগাম প্রস্তুতি। প্রস্তুতি উপলক্ষ্যে গতকাল থেকেই বন্ধ রাখা হয়েছে রেড রোড। রংবাহারি আলোয় রেডরোড মুড়ে ফেলার কাজ চলছে। প্রতিমা রাখার বন্দোবস্তো আজ প্রায় শেষের পথে। বিভিন্ন পুজো কমিটিগুলো ইতিমধ্যেই কার্নিভালমুখী হতে শুরু করেছে।

তবে কার্নিভাল চলাকালীন পর্যাপ্ত আলো,নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনোরকম ত্রুটি না থাকে তার জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। গতকাল থেকেই রেডরোড চত্বরে যানজট নিয়ন্ত্রণ করার কাজ নেমে গিয়েছে কোলকাতা পুলিশ। আপাতত কার্নিভালের জন্য বন্ধ রাখা হয়েছে রেড রোড। পরেরদিন অর্থাৎ বুধবারে যান চলাচলের গতিপ্রকৃতি দেখে রাস্তা খোলার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু রেড রোড নয়, আশেপাশের হসপিটাল রোড,ক্যাসুরিনা অ্যাভিনিউ,মেয়ো রোডের একাংশও বন্ধ থাকবে বলেও জানা গিয়েছে। ফলত, উত্তর -দক্ষিণ যাতায়াতের জন্য নির্ভর করতে হবে জহরলাল নেহেরু অ্যাভিনিউর উপর। ফলত,ওই সংশ্লিষ্ট রোডে যানজটের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তবে রাস্তায় বেরিয় ট্রাফিক সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে পুলিশের ট্রোল ফ্রি নম্বর ১০৭৩ এ ফোন করতে অনুরোধ করা হয়েছে,লালবাজার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো  করুন এই লিঙ্কেখবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক

পাশাপাশি মঙ্গলবারের কার্নিভাল উপলক্ষ্যে জোরে মাইক বাজানোর উপরেও কড়া নিষেধাজ্ঞা জারি করেছে কোলকাতা পুলিশ। একইরকম নিষেধাজ্ঞা জারি হয়েছে বেশ কিছু জেলার ক্ষেত্রে। কার্নিভালের পর প্রতিমাগুলো সোজা চলে যাবে বিসর্জনের উদ্দেশ্যে। সেক্ষেত্রেও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে,তার জন্যেও কোলকাতা পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরের মতো এ বছরও মুখ্যমন্ত্রীর স্বপ্নের কার্নিভাল নিয়ে প্রত্যাশা চরমে রয়েছে দর্শনার্থীদের। দেশ-বিদেশ থেকে হাজার হাজার মানুষ জমায়েত হতে চলেছে কার্নিভালে। এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রের খবরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!