এখন পড়ছেন
হোম > অন্যান্য > কালো পিঁপড়ের উপদ্রবে নাজেহাল? বিরক্ত না হয়ে জেনে নিন কিভাবে এরাই ঘোরাতে পারে ভাগ্যের চাকা!

কালো পিঁপড়ের উপদ্রবে নাজেহাল? বিরক্ত না হয়ে জেনে নিন কিভাবে এরাই ঘোরাতে পারে ভাগ্যের চাকা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাড়িতে কালো পিঁপড়ের উপদ্রব? বিরক্ত হবেন না। জেনে নিন, পিঁপড়ের সাহায্যে আপনি কীভাবে আপনার সাফল্য অর্জন করবেন:-

পিঁপড়ে-কে আমরা সবাই চিনি। এতো ক্ষুদ্র কলেবরের জীব, অথচ কতো সঙ্ঘবদ্ধ! বাড়িতে মিষ্টি, চিনি বা গুড় খোলা পড়ে থাকলে তো আর রক্ষা নেই, পিঁপড়েরা দলে দলে হাজির! কিছু পিঁপড়ে তো খুবই নিরীহ – গোবেচারা টাইপের। তবে ডেঞ্জারাস হলো বিষ পিঁপড়ে। একবার কামড়ালেই সর্বনাশ! যন্ত্রণায় একেবারে তুর্কী নাচন নাচতে হবে। আবার কালো পিঁপড়ের কথাই ধরুন। কতো পরিশ্রমী ও একনিষ্ঠ এই প্রাণী। এবং সঞ্চয় শীল। অসময়ের জন্য আগে ভাগে খাদ্য কী ভাবে সংগ্রহ করে মজুত রাখতে হয় তা আমরা অনায়াসেই পিঁপড়েদের কাছ থেকে শিখতে পারি।

না, আমি এখানে পিঁপড়ের রচনা লিখতে বসি নি৷ যে কথাটা জানাতে চাইছি সেটা হলো বাড়িতে পিঁপড়ের সারি কিন্তু বিশেষ কিছু সংকেত বহন করে। আমরা জেনে নেবো, বাড়িতে পিঁপড়ের সারি আপনার বা আপনার বাড়ির জন্য কী কী শুভ সংকেত দিয়ে থাকে। পিঁপড়ের সাহায্যে আপনি আপনার ভাগ্যকেও ফিরিয়ে আনতে পারেন। রাহু-কেতুর খারাপ প্রভাবকেও দূর করতে পারেন। পিঁপড়ের ওপর কিছু নিয়ম প্রয়োগ করলে আপনার যদি কালসর্প দোষ থাকে সেটিও কেটে যাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার একে একে জেনে নিই কীভাবে বাড়ির পিঁপড়ের সাহায্যে নিজের ভাগ্য প্রতিকার করবো।

১. আপনার বাড়িতে যদি কালো রঙের পিঁপড়ে দেখা যায় তাহলে সেই পিঁপড়েকে চিনি খেতে দিন। খবুই ভাল হয় সামান্য চালের গুঁড়োর সাথে চিনি মিশিয়ে পিঁপড়েদের খাওয়ান। এটি করলে আপনার জীবনে যদি রাহুর দোষ থাকে তবে সেই দোষ কেটে যায়।

২. এছাড়াও, আটা বা চালের গুঁড়ো সমেত চিনি খেতে দিলে আপনার যদি কালসর্প দোষ থাকে, তাও কেটে যায়।

তবে এই ব্যাপারটি মাথায় রাখবেন, ভারতীয় জ্যাতিষ বা সমুদ্র শাস্ত্র অনুযায়ী কালো এবং লাল পিঁপড়ে পৃথক ধরনের সংকেতবাহী।
গৃহে কালো পিঁপড়ে থাকলে বুঝবেন, আপনার গৃহে অর্থাগম হবে। আপনার বিদেশযাত্রারও সুযোগ আসতে পারে।
কিন্তু, গৃহে লাল পিঁপড়ে থাকাটা শুভ নয়। এটির অর্থ, আপনার আর্থিক ক্ষতি হতে চলেছে। কাজেই, গৃহে লাল পিঁপড়ে দেখলে তা অতি অবশ্যই সরিয়ে দিন। তবে, যদি পিঁপড়ের থেকে আপনি একতা, অনবরত প্রচেষ্টা ও সঞ্চয়ের শিক্ষা গ্রহণ করতে পারেন, এর চেয়ে ভাল আর কী বা হতে পারে!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!