এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > মরুশহরে চলছে রাজনৈতিক উত্তেজনা, তার মাঝেই কংগ্রেসের আইনি লড়াই

মরুশহরে চলছে রাজনৈতিক উত্তেজনা, তার মাঝেই কংগ্রেসের আইনি লড়াই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজস্থানের রাজনৈতিক প্রেক্ষাপট যে এখনো তুমুল উত্তাল সে কথা নিঃসন্দেহে বলা যায়। সম্প্রতি রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে উপমুখ্যমন্ত্রী শচীন পাইলটের রাজনৈতিক দ্বন্দ্ব চোখে পড়ে। আর সেই সূত্রেই শচীন পাইলট বেশ কিছু অনুগামী বিধায়ককে নিয়ে দিল্লি যান বলে খবর। এই অবস্থায় আবার কংগ্রেসের শচীন পাইলট উপমুখ্যমন্ত্রী এবং দলের রাজ্য সভাপতির পদটি হারান। এই অবস্থায় প্রশ্ন ওঠে, শচীন পাইলট কি অবশেষে কংগ্রেস ছেড়ে যোগদান করতে চলেছেন গেরুয়া শিবিরে?? এই নিয়ে বর্তমানে চলছে আলোচনা।

অন্যদিকে কংগ্রেস শিবিরের অভিযোগ, গেরুয়া শিবির এই ভাঙ্গনে উস্কানি দিয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হয়েছে। তবে কংগ্রেসের সব কথা সত্যি করে এবার বিরোধীদলের সঙ্গে যোগাযোগের প্রমাণ মিলেছে কংগ্রেসের অভ্যন্তরের এক মন্ত্রী ও এক বিধায়কের। আর তাই এবার রাজস্থান কংগ্রেসের পক্ষ থেকে এই দুজনের নামে এফআইআর করা হয়েছে। এ প্রসঙ্গে কংগ্রেসের দাবি, পুলিশি তদন্তে প্রমাণ পাওয়া গেছে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শাখাওয়াতের সঙ্গে বিদ্রোহী কংগ্রেস বিধায়ক ভানওয়ার লাল শর্মা ষড়যন্ত্র করে গেহলটের ক্ষমতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।

আরেক কংগ্রেস নেতা সঞ্জয় জৈনের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। তাঁকে অবশ্য পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। অন্যদিকে গেরুয়া শিবির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে কংগ্রেস থেকে বিদ্রোহী বিধায়ক ভানোয়ার লাল শর্মা এবং বিশ্বেন্দ্র সিংকে ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে বলে খবর‌। অন্যদিকে বিদ্রোহী নেতাদের বিরুদ্ধে ইতিমধ্যে একটি অডিও রেকর্ড প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে। এ প্রসঙ্গে কংগ্রেসের মুখপাত্র রনদীপ সিং সূরজেওয়ালা জানিয়েছেন, ইতিমধ্যে দুটি অডিও রেকর্ড প্রকাশ্যে এসেছে এবং সেখানে স্পষ্ট প্রমাণিত হয়েছে কংগ্রেস নেতা ভানওয়ার লাল শর্মা বিজেপি নেতাদের সঙ্গে কথা বলছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে আরেক ধাপ এগিয়ে কংগ্রেস শিবির থেকে বলা হচ্ছে, এই অডিওতে একটি গলা বিজেপি মন্ত্রী শেখাওয়াতের। কিন্তু অন্য দিকে রয়েছে একজন কংগ্রেস নেতা। তবে জানা গেছে, এদিন বিজেপি মন্ত্রী শেখাওয়াত এই সম্পূর্ণ ঘটনাটিকে অস্বীকার করেছেন। এবং তিনি যে কোন তদন্তের সম্মুখীন হতে রাজি সে কথাও জানিয়েছেন। অন্যদিকে কংগ্রেস মন্ত্রী রনদীপ সিং সূরজেওয়ালা এই অডিওটি অবশ্য সাংবাদিকদের সামনে আনেন নি। অন্যদিকে জানা গেছে, শচীন পাইলট এর সঙ্গে এখনো যোগাযোগ রাখছেন কংগ্রেসের পি চিদাম্বরম।

তবে শচীন পাইলট এর কাছ থেকে এখনো পর্যন্ত কোন আশ্বাসবাণী পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতে, রাজস্থান ঘিরে এই মুহূর্তে টানটান রাজনৈতিক উত্তেজনা। অন্যদিকে রাজস্থানে প্রবলভাবে চলছে দড়ি টানাটানি, আর তার মাঝেই কোন দল সংখ্যাতত্ত্বের বিচারে এগিয়ে আসবে তাই নিয়ে চলছে এখন কাটাছেঁড়া। বর্তমানে রাজস্থানে দুই বিরোধী শিবিরের মধ্যে চলছে দোষারোপ, পাল্টা দোষারোপের পালা। এই অবস্থায় জাতীয় রাজনীতিতে রাজস্থান যে বর্তমানে নাটকীয়তার মোড়ে রয়েছে, সে কথা এককথায় মেনে নিচ্ছেন রাজনৈতিক মহলের একাংশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!