এখন পড়ছেন
হোম > জাতীয় > ‘পিসি-ভাইপোর’ জোটকে আরো মজবুত করতে নতুন করে আসন সমঝোতা

‘পিসি-ভাইপোর’ জোটকে আরো মজবুত করতে নতুন করে আসন সমঝোতা


আগামি ২৬ এ এপ্রিল উওরপ্রদেশের বিধানসভার বিধান পরিষদের ১৩ টি আসনে ভোট।হিসাব বলছে ১ টি আসন জিততে প্রয়োজন ২৯ জন বিধায়কের ভোট আর বিজেপির কাছে রয়েছে ৩২৪ জন বিধায়ক।ফলে ১১ টি আসনে তাদের প্রার্থীর জয় সুনিশ্চিত। সমাজবাদী নেতা অখিলেশ যাদবের কাছে রয়েছে ৪৬ জন বিধায়ক।ফলে ১ জন বিধান পরিষদের সদস্যকে জিতানোর পর বাড়তি ১৯ টি ভোট থাকছে তাদের কাছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সেক্ষেত্রে ১৮ টি ভোট রয়েছে মায়াবতীর দলের কাছে।কাজেই ‘ পিসি-ভাইপো’ র জোটকে আরো শক্ত করলে একটিআআসন পেতে পারে এসপি-বিএসপির জোট প্রার্থী।রাজ্যসভা নির্বাচনে পরাস্ত ভীমরাও আম্বেডকরকে ওই আসনে বসাতে পারেন মায়াবতী। রাজনৈতিকলের ধারণা এই সিদ্ধান্তের কারণ আছে। তাঁদের মতে, উপনির্বাচনে বিজেপির বিরুদ্ধে জোট বেঁধে সাফল্য এলেও বিএসপি প্রার্থীর পরাজিত হওয়ার কারণে সম্পর্কে ভাঁটা দেখা দিয়েছিলো পিসি ভাইপোর।সম্পর্ক ভালো করতেই নাকি অখিলেশবাবুর এই সিন্ধান্ত এমনটাই দাবী করছে এসপি সূত্রের খবর।কারণ,এসপি-বিএসপি জোটবদ্ধ হলে বিজেপির সামনে ঢাল হওয়া যাবে তবে দলের অনেকের ধারনা খানিকটা বুদ্ধি করেই বিধান পরিষদে না লড়ার সিদ্ধান্ত নিলেন সমাজবাদী নেতা।২০১৯ এ লোকসভা নির্বাচন। স্ত্রী ডিম্পলের কনৌজ আসন থেকে দাঁড়িয়ে কেন্দ্রীয় রাজনীতিতে মুখ্য ভূমিকা নেওয়ার পরিকল্পনা করছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!