তৃণমূল কাউন্সিলরের তলোয়ারের আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি স্থানীয়রা বিশেষ খবর রাজ্য January 27, 2018 বার্নপুরের নরসিংহবাদের স্থানীয় বাসিন্দাদের উপর হামলা চালানোর অভিযোগ উঠলো রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ শ্রবণ সাউ নামক ওই কাউন্সিলর তলোয়ার নিয়ে আক্রমণ করেন স্থানীয়দের উপর। তাঁর হামলায় গুরুতরভাবে আহত হয়েছেন বেশ কয়েকজন, অথচ তাঁকে গ্রেফতার না করে উল্টে পুলিশ তাঁকে নিরাপত্তা দিচ্ছে। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা হীরাপুর থানা ঘেরাও করে প্রতিবাদে সরব হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, শ্রবণ সাউ নামক তৃণমূল কংগ্রেসের ওই কাউন্সিলরের সঙ্গে স্থানীয় যুবকদের গত বৃহস্পতিবার সরস্বতী প্রতিমা বিসর্জন নিয়ে তীব্র বাদানুবাদ হয়। সেই সময় কাউন্সিলর তাদেরকে হুমকি দেবার পাশাপাশি শুক্রবার বিকালে পুনরায় আসবার জন্য নির্দেশ দেয়। স্থানীয়দের অভিযোগ, এরপর কথামত এলাকার বাসিন্দারা কাউন্সিলরের বাড়িতে গেলে তিনি হঠাৎ করে বিনা প্ররোচনায় তলোয়ার দিয়ে হামলা চালাতে শুরু করেন। এমনকি উপস্থিত মহিলাদের তিনি ধর্ষণেরও হুমকি দেন বলে অভিযোগ। তৃণমূল কাউন্সিলরের তলোয়ারের আঘাতে আহতরা সবাই এখন হাসপাতালে ভর্তি। ঘটনার পরেই স্থানীয়রা থানায় এসে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানায়। কিন্তু তাঁদের অভিযোগ, পুলিশ তাঁদের অভিযোগ না শুনে উল্টে কাউন্সিলরকেই সুরক্ষা দিতে ব্যস্ত। সব মিলিয়ে তীব্র অসন্তোষের পরিবেশ বার্নপুরে। আপনার মতামত জানান -